পিএসএলে খেলতে কাল সকালে দেশ ছাড়ছেন তামিম
৯ নভেম্বর ২০২০ ১৮:১০
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ রাউন্ডে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার সকালে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তামিম ইকবাল। এমিরেটস এয়ারলাইনস যোগে সকাল ১০টা ১০ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সংবাদ মাধ্যমে এতথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াশিম খান।
পিএসএলে দেশ সেরা ব্যাটসম্যান তামিম খেলবেন লাহোর কান্দাহার্সের হয়ে।
তামিম যখন পিএসএলে যাচ্ছেন তখন তা একবারেই শেষের দিকে। কেননা গত মার্চে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষের দিকে এসে করোনাভাইরাসের দাপটে স্থগিত হয়ে যায়। টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ কেবল বাকি আছে যা কিনা ১৪, ১৫ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে করাচিতে।
তামিমের সঙ্গী হওয়ার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু তিনি করোনা পজিটিভ হওয়ায় তা সম্ভবপর হয়ে উঠেনি।
গত পরশু করোনা পজিটিভ হয়ে এই টাইগার টি-টোয়েন্টি দলপতি। সতর্কতার অংশ হিসেবে এখন আছেন আইসোলেশনে।
তামিম ইকবাল পিএসএল পিএসএল খেলবেন তামিম মাহমুদউল্লাহ রিয়াদ রওনা দেবেন লাহোর কান্দাহার্স