করোনায় আক্রান্ত মুমিনুল
১০ নভেম্বর ২০২০ ১৫:০২
মাহমুদউল্লাহ রিয়াদের পর এবার ঘাতক করোনায় আক্রান্ত হলেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক। শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছিল বিধায় সোমবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন প্রিন্স অব কক্সবাজার। একদিন বাদে আজ পাওয়া রিপোর্টে জানতে পেরেছেন তিনি কোভিড-১৯ পজিটিভ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন মুমিনুল হক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবোশীষ বলেছেন, ‘মুমিনুল করোনা পজিটিভ। তার মৃদু উপসর্গ আছে।’
আর নিজের শারীরিক অবস্থার বর্ণনায় মুমিনুল জানালেন, ‘আমি গতকাল জানতে পেরেছি যে আমি পজিটিভ। খুব একটা উপসর্গ নেই। পরশু থেকে জ্বর ছিল। গতকালও ছিল। এখন কিছুটা আছে।’
করোনায় আক্রান্ত মুমিনুল এই মুহূর্তে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। উদ্ভুত পরিস্থিতিতে তার চলতি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়া নিয়ে তৈরি হলো গভীর শঙ্কা।
করোনা আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেটার বিসিবি মুমিনুল হক মুমিনুল হজ