Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ের পঞ্চম শিরোপা জয়


১০ নভেম্বর ২০২০ ২৩:২৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাই ইন্ডিয়ান্সের শোকেসে যে আরও একটা আইপিএল শিরোপা জমা হচ্ছে সেটা ফাইনালের এক ইনিংস শেষেই আন্দাজ করা যাচ্ছিল। ফাইনালে তারণ্যনির্ভর দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করে ১৫৬ রান তোলে। দুর্দান্ত ফর্মে থাকা মুম্বাইয়ের কাছে এ আর তেমন কঠিন কী! রোহিত শর্মার দারুণ এক ফিফটিতে সহজেই দিল্লির দেওয়া টার্গেট পেরিয়ে আইপিএলের পঞ্চম শিরোপা নিশ্চিত করেছে মুম্বাই।

এ নিয়ে টুর্নামেন্টটির ১৩টি মৌসুমের মধ্যে পাঁচবারই শিরোপা জিতল মুম্বাই। আইপিএলে এতোবার শিরোপা জিততে পারেনি আর কোনো দল। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার আইপিএল শিরোপা জিততে পেরেছে চেন্নাই সুপার কিংস।

বিজ্ঞাপন

এবারের আইপিএলে পুরো মৌসুমজুড়েই দারুণ ফর্মে আছে মুম্বাই। প্রথম পর্বের ১৪ ম্যাচের ৯টিতেই জেতা দলটি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এই দিল্লিকেই উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছিল। শুরুটা দারুণ হলেও টুর্নামেন্টের শেষভাগে এসে খোঁড়াতে থাকা তারুণ্যনির্ভর দিল্লি ফাইনালে অভিজ্ঞতায় ভরপুর উড়তে থাকা মুম্বাইকে ফাইনালে রুখতে পারে কিনা সেটাই দেখার ছিল। পারেনি শ্রেয়াস আয়ারের দল।

ইনজুরি নাটকের পর রোহিত শর্মা দলে ফিরলে মুম্বাইয়ের শক্তি আরও বেড়েছিল। আজ ফাইনালটা হয়ে থাকল রোহিতময়। প্রথমে নিজের বোলিং শক্তিকে যেভাবে ব্যবহার করলেন সেটা প্রসংশা কুড়াবে যে কারোরই। পরে দিল্লির মাঝারি সংগ্রহ পেরুতে দিলেন সামনে থেকে নেতৃত্ব।

ওপেনিংয়ে ৫১ বল খেলে ৬৮ রান করেছেন রোহিত। দিল্লি ম্যাচে দাঁড়াতে পারেনি রোহিতের এই ইনিংসটার কারণেই। কুইন্টন ডি কককে নিয়ে রোহিতের ওপেনিং জুটি ছিল ৪৫ রানের। দক্ষিণ আফ্রিকান তারকা ১২ বলে ২০ করে ফিরলে সূর্যকুমার যাদব, ইশান কিষানদের নিয়ে এগিয়েছেন রোহিত। যাদব (১৯), কিশান (৩৩) সেট হয়ে ফিরেছেন, তবে রোহিত অবিচলই ছিলেন। ১৭তম ওভারে যখন ৫ চার ৪ ছয়ে ৬৮ রানের ঝকঝকে ইনিংসটা খেলে ফিরছিলেন মুম্বাই তখন জয়ের কাছাকাছি।

শিরোপা জিততে তখন আর মাত্র ২০ রান লাগত মুম্বাইয়ের। এই বাকি কাজটা সেড়েছেন কাইরন পোলার্ড (৯), পান্ডিয়া ভাইয়েরা। ১৮.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৭ রান তুলে ফেলে মুম্বাই।

এর আগে দিল্লির ১৫৬ রানের সংগ্রহে পুরো অবদানই দুই তরুণ ঋষভ পন্ট ও শ্রেয়াস আয়ারের। বোল্ট ঝড়ে প্রথমে ব্যাটিং করতে নামা দিল্লি ২২ রানে তিন উইকেট হারালে হাল ধরেন দুই তরুণ। চতুর্থ উইকেটে ৯৬ রানের জুটি গড়েন দুজন। দলীয় ১১৮ রানের মাথায় রানের গতি বাড়াতে গিয়ে ঋষভ পন্ট ফিরলে আবারও রান তোলার গতি কমে দিল্লির। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে দলটি।

শ্রেয়াস ৫০ বল খেলে ৬টি চার ২টি ছয়ে ৬৫ রান করেছেন। পন্ট ৩৮ বলে ৪ চার ২ ছয়ে ৫৬ রান করেন। দলটির পক্ষে এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল শিখর ধাওয়ান (১৫)। মুম্বাইয়ের হয়ে বোল্ট ৩০ রানে তিন উইকেট দখল করেছেন।

৫ম শিরোপা জয় আইপিএল ২০২০ দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর