Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত পাকিস্তান, হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে


১১ নভেম্বর ২০২০ ০১:৩৫

তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফ্রিকান দলটিকে প্রথমে মাত্র ১২৯ রানে আটকে রেখে পরে ২৮ বল হাতে রেখেই আট উইকেটের জয় নিশ্চিত করেছে পাকিস্তান।

এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছিল পাকিস্তান।

সিরিজ জয়ের সঙ্গে অন্য একটা স্বস্তিও খুঁজবে হয়তো পাকিস্তান! নিরাপত্তা নিয়ে অনেকে এখনো প্রশ্ন তুললেও কোনো সমস্যা ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি শেষ হলো। রাওয়ালপিন্ডিতে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে বেশি ভোগালেন লেগস্পিনার ওসমান কাদির।

২৭ বছর বয়সী স্পিনার চার ওভারে মাত্র ১৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে বড় কোনো জুটি গড়তে না পারা জিম্বাবুয়ে ১২৯ রানের বেশি তুলতে পারেনি। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে এই রান তোলে দলটি। জিম্বাবুয়ের পক্ষে চামু চিবাবাহ সর্বোচ্চ ৩১ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ করেছেন ডোনাল্ড তিরিপানো।

পরে জবাব দিতে নেমে অভিষিক্ত আব্দুল্লাহ শফিক ওপেনিংয়ে ৩৩ বলে ৪১ রান করলে পাকিস্তানের জয়ের কাজটা সহজ হয়ে গেছে। এছাড়া খুশদিল শাহ ১৫ বলে করেছেন ৩৬ রান যাতে ১৫.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য ১৩০ রান তুলে ফেলে পাকিস্তান। ওয়াসিম কাদিরের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

জিম্বাবুয়ে ক্রিকেট টি-টোয়েন্টি পাকিস্তান ক্রিকেট পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ ২০২০


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর