Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিটনেস টেস্টে সাকিবের বাজিমাত


১১ নভেম্বর ২০২০ ১১:০৫

অনেকেই ভেবেছিলেন যুক্তরাষ্ট্রে থাকায় ফিটনেস নিয়ে মোটেই কাজ করেননি সাকিব। ফলে তার ফিটনেস লেভেলও আপ টু দ্য মার্ক নেই। অনেকে আবার এও বলেছিলেন, বঙ্গবন্ধু কাপের লক্ষ্যে বিসিবি’র নেয়া ফিটনেস পরীক্ষায় তিনি পাস মার্কও পাবেন না। কিন্তু সবার ধারণা মিথ্যে প্রমাণ করে ফিটনেস টেস্টে বাজিমাত করলেন এই টাইগার ‘সুপারম্যান’। পাশের জন্য যে বেঞ্চ মার্ক (১১) ধরে দেওয়া হয়েছিল তা তিনি পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র বুধবার (১১ নভেম্বর) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন। তবে বোর্ডের আরোপ করা বিধি নিষেধের কারণে তিনি তার সমুদয় নাম্বার প্রকাশ করেননি।

বিজ্ঞাপন

সূত্রটির দেওয়া তথ্যমতে, ‘সাকিব সবেচেয়ে ভালো করেছে। তবে স্কোর কত তা আমি বলতে পারব না। বোর্ডের নিষেধ আছে।’

এদিকে সাকিব প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সাকিব আল হাসান আজ টেস্ট দিয়েছে। আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছেই আছে। আমাদের ট্রেইনাররা যথেষ্ট সন্তুষ্ট ওর ফিটনেস নিয়ে। তো আমি আশা করছি যে খেলোয়াড়রা নিয়মিত এই প্রগ্রেসের মধ্যেই থাকবে ফিটনেসে। সবার পারফরমেন্সে যথেষ্ট উন্নতি হবে।’

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি উপলক্ষ্যে গত দুই দিনে বিসিবি’র নেয়া ফিটনেস টেস্টে গতকাল পর্যন্তও ১১৩ ক্রিকেটারের মধ্যে ১৩.৪ চার নিয়ে শীর্ষে ছিলেন তরুণ বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান।

অবশ্য সাকিবের ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল ফিটনেস টেস্টের প্রথম দিনেই অর্থাৎ ৯ নভেম্বর। কিন্তু তাকে ভালোভাবে পরখ করে দেখতে আজ তার ফিটনেস টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেয় টাইগার প্রশাসন। এদিন সাকিবের সঙ্গে আরো ফিটনেস টেস্টে দিয়েছেন; দুই পেসার হাসান মাহমুদ ও ইয়াসিন আরাফাত মিশু।

বিজ্ঞাপন

ফিটনেস টেস্ট ফিটনেস টেস্টে বাজিমাত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর