বঙ্গবন্ধু টি-টোয়েন্টির মিডিয়া স্বত্ব পেল টি স্পোর্টস
১১ নভেম্বর ২০২০ ১২:৫৭
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মিডিয়া স্বত্ব পেল দেশর নতুন ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। টিভি সম্প্রচার থেকে শুরু করে ডিটিএইচ এবং ওটিটি ও এই প্রতিষ্ঠানটিই পেয়েছে।
পাঁচ দলের অংশগ্রহণে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। ওপেন বিডিংয়ের মাধ্যমে যার পূর্ণ মিডিয়া স্বত্ব পেয়েছে দেশের নতুন ক্রীড়াভিত্তিক এই টিভি চ্যানেলটি।
বুধবার (১১ নভেম্বর) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও টি স্পোর্টসের জেনারেল ম্যানেজার অপারেশন্স তাসভীর উল ইসলাম।
এ বিষয়ে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘ওপেন বিডিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টিভি স্বত্ব, ডিটিএইচ ও ওটিটি টি স্পোর্টস পেয়েছে।’
আর টি স্পোর্টসের জেনারেল ম্যানেজার অপারেশন্স তাসভীর উল ইসলাম জানালেন, ‘হ্যাঁ, স্যাটেলাইট ব্রডকাস্টিং, ডিটিএইচ ও ওটিটি আমরা পেয়েছি। সম্পূর্ণ সম্প্রচার স্বত্ব আমাদেরই। আমরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সুষ্ঠ সম্প্রচারে যথেষ্ট আত্মবিশ্বাসী।‘
চলতি মাসের ২১ অথবা ২২ তারিখ মাঠে মাঠে গড়াতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই লক্ষ্যে বিসিবি ঘোষিত ১১৩ ক্রিকেটারে অধিকাংশের ফিটনেস টেস্টই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর স্থাণীয় একটি হোটেলে অনুষ্ঠিত হবে অংশগ্রহণকারী পাঁচ দলের প্লেয়ার্স ড্রাফট।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো; গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।
টি স্পোর্টস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া স্বত্ব