Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ম্যাচ জেতালেন তামিম


১১ নভেম্বর ২০২০ ১৬:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি প্রেসিডেন্ট’স কাপটা একদমই ভালো কাটেনি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম ব্যাটসম্যান তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করার স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকে। প্রেসিডেন্ট’স কাপে সেই স্বপ্ন পূরণ হলেও ব্যাট হাসেনি তানজিদ হাসান তামিমের। সেই অপূর্ণতাটা ঘুচানোর পণ করেছেন কিনা কে জানে! আজ আবারও ম্যাচজয়ী ইনিংস খেলেছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।

বিসিবির তত্ত্বাবধানে কদিন পর থেকে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের মধ্যে ভাগ হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন এইচপি দলের ক্রিকেটাররা। গতকালের ম্যাচে ৪৬ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তরুণ তানজিদ হাসান তামিম। আজ অতোটা তেঁড়েফুঁড়ে রান করতে না পারলেও ম্যাচ জিতিয়েছে তার ইনিংসটাই।

বিজ্ঞাপন

টিম ‘এ’র বিপক্ষে ৬ উইকেটে জিতেছে তানজিদদের টিম ‘বি’। ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৬৬ রান করেছেন তানজিদ তামিম। টিম ‘এ’র ১৮০ রানের জবাব দিতে নেমে তানজিদ শুরুটা অবশ্য করেছিলেন রয়েসয়ে। শুরুতে ঝড় তুলেছিলেন ওপেনিংয়ে তার অপর সঙ্গী পারভেজ হোসেন ইমন। মাত্র ১৩ বল খেলে ১ চার পাঁচ ছয়ে ৪০ রান করে ইমন যখন ফিরছিলেন ‘বি’ টিমের স্কোর তখন ৫৪/১। তিনে এসে মাহমুদুল হাসান জয়ও ছোট একটা ঝড় তুলেছিলেন। ১৬ বলে ৫ চারে ৩৪ রান করে ফেরেন জয়। অন্যপ্রান্তে তানজিদ অবিচলই ছিলেন। তার দলের সহজ জয় নিশ্চিত হয়েছে তাতেই।

৪টি চার ৩টি ছয়ে ৬৬ রানের ইনিংসটি খেলে যখন ফিরছিলেন টিম ‘বি’ তখন জয়ের একদম কাছাকাছি। ১৮.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮১ রান তুলে ফেলে টিম ‘বি’।

এর আগে টিম ‘এ’র হয়ে আজও রান পাননি দলটির অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। ৯ রান করে ফিরেছেন তরুণ তারকা। প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো সূচনা পেয়েছিল টিম ‘বি’। ওপেনিং জুটিতে ৯১ রান তোলেন দুই ওপেনার নাঈম শেখ ও শাহাদাত হোসেন। ৩৬ বলে ৪৬ করেন নাঈম। শাহাদাত ২৭ বলে করেছেন ৪৬ রান। পাঁচে নেমে শামিম ১৪ বলে ৩৪ করলে ১৮০ রানের বড় সংগ্রহ পেয়েছে টিম ‘এ’। টিম ‘এ’র হয়ে দুটি করে উইকেট পেয়েছেন তৌহিদ হৃদয় ও রাজা।

এইচপি দল তানজিদ হাসান তামিম পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর