বঙ্গবন্ধু টি-টোয়েন্টি প্লেয়ার্স ড্রাফটে ১৫৭ ক্রিকেটার
১১ নভেম্বর ২০২০ ১৯:৫৭
পাঁচ দলের অংশগ্রহনে চলতি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন ১৫৭ ক্রিকেটার। পূর্ব ষোষণা মোতাবেক ড্রাফটে গ্রেড রাখা হয়েছে চারটি-এ, বি, সি ও ডি। ‘এ’ গ্রেডে জায়গা করে নিয়েছেন দেশের নন্দিত ৫ ক্রিকেটার। তারা হলেন; সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান।
‘এ’ গ্রেডের প্রতিটি প্লেয়ার পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক, যার পরিমান ১৫ লাখ টাকা। ‘বি’ গ্রেডের ২১ প্লেয়ার ১০ লাখ করে, ‘সি’ ২৩ জন ৬ লাখ করে এবং ‘ডি’ ক্যাটাগরির ১০৮ ক্রিকেটার পাবের ৪ লাখ করে।
এদিকে হ্যামস্ট্রিংয়র চোটের কারণে ড্রাফট থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মুর্ত্তজা। চোট সেরে উঠলে যে কোন দল তাকে চাইলে খেলাতে পারবে। এবং একের বেশি কোন দল যদি তাকে চায় সেক্ষেত্রে লটারি করে দেওয়া হবে। আর যদি একটা দলই চায় তাহলে তিনি সরাসরি সেই দলে খেলতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদী নান্নু।
এবার আসুন দেখে নেই বাদবাকি তিন গ্রেডে কোন কোন ক্রিকেটার আছেন:
গ্রেড বি:
লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মো. শফিউল ইসলাম, আবু জায়েদ রাহি, আল আমিন হোসেন (সিনিয়র), নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মুমিনুল হক, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
গ্রেড সি:
হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে রাব্বি, ইয়াসির আলী রাব্বি, রনি তালুকদার, সুমন খান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, মো. শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, জাকের আলী অনীক, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
গ্রেড ডি:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, শামীম পাটোয়ারি, আকবর আলী, তানভির ইসলাম, মো. হাসান মুরাদ, আল আমিন (জুনিয়র), মিনহাজুল আবেদীন আফ্রিদি, মাহিদুল অঙ্কন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান, নোমান চৌধুরী সাগর, রাকিবুল হাসান (সিনিয়র), রাকিবুল হাসান, মোহাম্মদ শাহিন আলম, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফিস, জুনাইদ সিদ্দিকি, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম, সালাহউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক রিপন, মোহর শেখ অন্তর, শাখওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নুর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক (জুনিয়র), অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, মো. আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলী, জাকির হাসান, মোহাম্মদ আশরাফুল, দোলোয়ার হোসেন, তানভির হায়দার খান, মেহেদি মারুফ, রবিউল হক, মিজানুর রহমান, আব্দুল হালিম, নাইম ইসলাম (সিনি.), মো. নাইম ইসলাম (জুনি.), সালমান হোসেন, হোসেন আলী, যুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদৌস জাভেদ, পিনাক ঘোষ, আসিফ হাসান, ফারদিন হোসেন অ্যানি, রবিউল ইসলাম রবি, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নিহাদ-উজ-জামান, হাবিবুর রহমান জনি, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লিমন, মো. জসিম উদ্দিন, ইমরান আলী, মোহাম্মদ শরিফুল্লাহ, মাইশিকুর রহমান রিয়াল, রাকিন আহমেদ, ইরফান হোসেন, জয় রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন জোশি, আলী আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাবাজ চৌহান, আজমির আহমেদ, সুজন হাওলাদার, শাহনুর রহমান, আলিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, টিপু সুলতান, মো. রাকিব, মাসুম খান টুটুল, মো. রুয়েল মিয়া, মো. সৈকত আলী, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম, আহমেদ সাদিকুর রাহমান, মো. নুরুজ্জামান, শেনাজ আহমেদ, ইমরানুজ্জামান, আরাফাত সানি (জুনি), তৌহিদুল ইসলাম রাসেল, আনিসুল ইমন, মেহেদি হাসান, রনি চৌধুরী, রবিন দাস, ইয়াসিন আরাফাত মিশু ও সাদিকুর রহমান।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বৃহস্পতিবার দুপুর ১২টায় ড্রাফট অনুষ্ঠিত হবে। করোনা সতর্কতায় ড্রাফটটি রুদ্ধদ্বার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্লেয়ার ড্রাফট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বিসিবি