Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সকে চমকে ফিনল্যান্ডের জয়, সুইজারল্যান্ডকে হারাল বেলজিয়াম


১২ নভেম্বর ২০২০ ০৮:৩৬

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফিনল্যান্ডে চমকে গেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ঘরের মাঠে এদিন তারকাখোচিত ফ্রান্স ফিনল্যান্ডের কাছে হেরেছে ২-০ গোলের ব্যবধানে। এদিকে নিজেদের দ্বিতীয় সারির দল নিয়েও সুইজারল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে বেলজিয়াম।

প্যারিসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফিনল্যান্ডকে আতিথ্য দেয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দলের প্রধান সদস্যদের বেশ কয়েকজন অনুপস্থিত থাকলেও ক্লেমেন্ট লেংলে, লুকাস ডিহনে, পল পগবা আর অলিভার জিরুডের মতো তারকারা এদিন মূল একাদশেই ছিলেন। আর দ্বিতীয়ার্ধে অ্যান্তোনিও গ্রিজম্যান, এনগোলো কান্তে, অ্যান্থনি মার্শিয়াল এবং রাফায়েল ভারানদের মাঠে নামালেও তখন দেরি হয়ে গেছে অনেক।

বিজ্ঞাপন

ম্যাচের সময় আধা ঘণ্টা স্পর্শ করতেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ফিনল্যান্ড। ২৮ মিনিটের মাথায় মার্কাস ফর্স এবং ৩১ মিনিটে অন্নি ভালাকারি গোল করেন ফিনল্যান্ডের হয়ে। ম্যাচের বাকি সময় গোলের জন্য হন্যে হয়ে থাকলে কাঙ্ক্ষিত গোল পায়নি ফ্রান্স। ম্যাচের প্রায় দুই তৃতীয়াংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল দিদিয়ের দেশাম্পের শিষ্যরা। আর তৈরি করেছিল ভুরি ভুরি গোলের সু্যোগ তবে ফিনল্যান্ডের জমাটবাধা রক্ষণ আর ভাঙতে পারেনি গ্রিজম্যান, মার্শিয়ালরা।

ম্যাচের ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখে ফিনল্যান্ডের গোল বরাবর মোট ২৪টি শট নিয়েছে ফ্রান্স আর গোলের সুযোগ তৈরি করেছে ১৮টি। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ফ্রান্সের গোলমুখে ৬টি শট এবং মোট ৬টি গোলের সুযোগ তৈরি করেই ২-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে ফিনল্যান্ড।

বিজ্ঞাপন

এদিকে দলের প্রধান সদস্যদের প্রথম একাদশে না নামালেও সুইজারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বেলজিয়াম। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবারও দলের সঙ্গে যোগ দেননি এডেন হ্যাজার্ড। এছাড়াও ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে দলের বেশিরভাগ তারকাকেই বিশ্রামে রাখেন কোচ রবার্তো মার্টিনেজ।

কেভিন ডি ব্রুইন থেকে শুরু করে রোমেলো লুকাকু এবং থিবো কোর্তোয়াকেও এদিন বিশ্রাম দেন মার্টিনেজ। তবে তাতেও বেলজিয়ামের জয় রুখতে পারেনি সুইজারল্যান্ড। যদিও ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল সুইসরা। খেলার ১২তম মিনিটে গোল করে সুইজারল্যান্ডকে ১-০’তে এগিয়ে নেন অ্যাডমির মেহমেদি। আর প্রথমার্ধে লিড ধরে রেখেই বিরতিতে যায় সুইজারল্যান্ড।

তবে বিরতি থেকে ফিরে অন্যরূপ ধারণ করে রেড ডেভিলরা। ম্যাচের ৪৯তম মিনিটে ইউরি তিলেমান্সের অ্যাসিস্ট থেকে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান মিচি বাতসুয়াই। আর ৭১ মিনিটে আরও এক গোল করে দলকে প্রথমবারের মতো লিড এনে দেন বাতসুয়াই। এবার গোলের যোগান দাতা থমাস ফোকেত। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

আগামী ১৬ নভেম্বর উয়েফা নেশনস লিগের ম্যাচে ইংল্যান্ডকে আতিথ্য দেবে বেলজিয়াম। আর এর আগে ১৫ নভেম্বর পর্তুগালের ঘরের মাঠে খেলবে ফ্রান্স। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ফ্রান্স বনাম ফিনল্যান্ড বেলজিয়াম বনাম সুইজারল্যান্ড মিচি বাতসুয়াই হেরেছে ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর