Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব খুলনায়, মুশি ঢাকায়, মোস্তাফিজ চট্টগ্রামে


১২ নভেম্বর ২০২০ ১৩:৩৩

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে আজ দুপুরে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে ‘এ’ গ্রুপে থাকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ডাক পেয়েছেন জেমকন খুলনা থেকে, ‍মুশফিকুর রহিমকে নিয়েছে বেক্সিমকো ঢাকা, মোস্তাফিজুর রহমানকে গাজী গ্রুপ চট্টগ্রাম। আর তামিম ইকবাল ডাক পেয়েছেন ফরচুন বরিশাল থেকে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর স্থাণীয় একটি হোটেলে এই ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটের আগে অনেকেই হয়তো ধারণা করেছিলেন প্রথম ডাকের সুযোগ পাবে যে দল, তারাই নেবে সাকিব আল হাসানকে। কিন্তু না তা হয়নি। প্রথম ডাকের সুযোগ পাওয়া বেক্সিমকো ঢাকা তা করেনি। তারা নিয়েছে মুশফিকুর রহিমকে।

বিজ্ঞাপন

এরপর ছিল জেমকন খুলনার পালা। তারা নেয় সাকিব আল হাসানকে। ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে। আর মোস্তাফিজুর রহমানকে ডাকে গাজী গ্রুপ চট্টগ্রাম। ‘এ’গ্রেডের অবশিষ্ট ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে বাকি থাকা দল মিনিস্টার গ্রুপ রাজশাহীরই নেয়ার কথা ছিল। কিন্তু তারা সেটা করেনি। তারা প্রথম ডাকে নিয়েছে অলরাউন্ডার সাইফউদ্দিনকে।

দ্বিতীয় রাউন্ডে রিয়াদকে খুলনা, লিটন দাসকে চট্টগ্রাম, আফিফ হোসেনকে বরিশাল, রুবেল হোসেনকে ঢাকা ও মেহেদী হাসানকে নিয়েছে রাজশাহী।

গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মুশফিকুর রহিম মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর