‘দল ভালো হয়েছে’ বললেন গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ
১২ নভেম্বর ২০২০ ১৮:৫৪
আলোচিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফট হয়ে গেল আজ। ড্রাফট শেষে দল নিয়ে খুশি গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বলেছেন, সবদিক বিবেচনা করলে বলতে হবে গাজী গ্রুপের দল ভালো হয়েছে।
মহামারী করোনাভাইরাসের কারণে গত মার্চের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। তবুও দেশে ক্রিকেটের ধুম পড়েছে! আন্তর্জাতিক ক্রিকেটহীন সময়টাতে ঘরোয়া ক্রিকেটে জোড় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগে জমজমাট বিসিবি প্রেসিডেন্ট’স কাপ নামের ওয়ানডে টুর্নামেন্ট হয়ে গেল। এবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টটির প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ক্যাটাগরি থেকে মোস্তাফিজুর রহমানকে পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ‘এ’ ক্যাটাগরির অন্যদের তুলনায় মোস্তাফিজের তারকাখ্যাতি কম থাকলেও টি-টোয়েন্টিতে ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা ভালোই আছে। গত প্রেসিডেন্ট’স কাপে দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি পেসার।
দুই হার্ড হিটার তরুণ লিটন দাস ও সৌম্য সরকার আছে গাজী গ্রুপে। দু’জনেরই ম্যাচ জেতানোর সামর্থ আছে। মিডল অর্ডারে ভরসা দিতে মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকতদের নিয়েছে গাজী গ্রুপ। বোলিং আক্রমনে মোস্তাফিজের সঙ্গে বৈচিত্র দিতে থাকবেন রাকিবুল হাসান, সঞ্জিত সাহা ও মেহেদি হাসানরা। ড্রাফট শেষে দলটির কোচ সালাউদ্দিন বলছিলেন, তারকা না খুঁজে টি-টোয়েন্টি ফরম্যাটে যারা ভালো তাদের দিকেই নজর ছিল তাদের।
তিনি বলেন, ‘খেলা যেহেতু টি-টোয়েন্টি, ঐ হিসাবেই দল গঠন করা হয়েছে। যারা টি-টোয়েন্টিতে পারফর্ম করে বা টি-টোয়েন্টি বিশেষজ্ঞ তাদের দিকেই আমাদের খেয়াল ছিল বেশি। ড্রাফটে আসলে আপনার প্রত্যাশা পূরণ হবে না কখনোই। দেখেন এটা অনেকটা তো ভাগ্যের বিষয়ও, আপনি চাইলেও পাবেন না। কিন্তু আমার কাছে মনে হয় দল পেয়েছি ভালো হয়েছে। অনেক অভিজ্ঞ ক্রিকেটার পেয়েছি, টি-তোয়েন্টি বিশেষজ্ঞও আছে। যারা আমার মনে হয় ম্যাচ উইনার হিসেবে কাজ করবে। আমার কাছে মনে হয় সবদিক বিবেচনা করে দল ভালো হয়েছে।’
পাঁচ দলের টুর্নামেন্টটা বেশ জমবে মনে করছেন সালাউদ্দিন, ‘যেহেতু পাঁচটা দল, আমার মনে হয় সবাই ব্যালেন্স দল করতে পেরেছে। সবারই এখানে অখুশি হওয়ার কিছু নেই। কারণ পাঁচটা মাত্র দল, প্লেয়ার অনেক বেশি। সব ভালো প্লেয়াররাই হয়তো পিক হয়েছে। আমার মনে হয় টুর্নামেন্টটা খুব ভালো হবে। পাঁচটা দলই খুব ভালো, শক্ত হয়েছে। সবাই সমান, আমার কাছে মনে হয়না কেউ কম বেশি। তারপর বাকিটা টুর্নামেন্টে কে কতটুকু ভালো করবে তার উপর নির্ভর করবে।’
উল্লেখ্য, পাঁচ দলের আলোচিত টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে।
গাজী গ্রুপ চট্টগ্রামের স্কোয়াড: মোস্তাফিজু রহমান, লিটন দাস, মো. মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, মো. সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।
গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট মোহাম্মদ সালাউদ্দিন