বাফুফের পথে হাঁটবে না বিসিবি
১৪ নভেম্বর ২০২০ ১৯:৫৬
গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে মাঠে বসে ফুটবল রোমাঞ্চ উপভোগ করলেন হাজার আটেক ফুটবলভক্ত। বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের গ্যালারিতে আট হাজার দর্শক ঢোকার সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সে পথে হাঁটছে না। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মহামারী করোনাভাইরাসের কারণে দেশের সব ধরেন ক্রীড়া আয়োজন বন্ধ হয়ে যায় গত মার্চে। সেপ্টেম্বরে ক্রিকেট মাঠে গড়ালেও ফুটবল শুরু হলো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে। কাল নেপালের বিপক্ষে ম্যাচটাই ছিল করোনাকালে বাংলাদেশের প্রথম ফুটবল প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি দেয় বাফুফে।
ক্রিকেটেও এমনটা করা হবে কিনা জিজ্ঞেস করলে জালাল ইউনুস মাঠে দর্শক প্রবেশের সিদ্ধন্ত নিয়ে প্রশ্নকর্তার দিকেই প্রশ্ন ছুড়ে দিলেন, ‘আপনাদের কি মনে হয়? এটা কি কোভিড পরিস্থিতে ভালো হল?’
শনিবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘জানি এটা আবেগের ব্যাপার। অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে সেখানে দর্শক এসেছে। কিন্তু আমরা দর্শক ও বাকি সবার কথা চিন্তা করে দর্শক এলাউ করব না। এটাই আমাদের প্ল্যান এবং দর্শকশূন্য মাঠ থাকবে।’
করোনার মধ্যে আলোচিত টুর্নামেন্টটার উদ্বোধনী অনুষ্ঠানও রাখা হয়নি বলে জানালেন জালাল ইউনুস, ‘আনুষ্ঠানিকভাবে আমাদের কোন উদ্বোধনী অনুষ্ঠান নাই। কারণ বর্তমান করোনা পরিস্থিতি।’
উল্লেখ্য, আলোচিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়াবে আগামী ২৪ নভেম্বরে। পাঁচটি দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের সবকটা ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।