রোহিতকে ভারতের অধিনায়ক দেখতে চান নাসের হুসেইনও
১৫ নভেম্বর ২০২০ ১৭:৫৮
এবারের করোনাকালের আইপিএল শেষে আলোচনাটা তুলেছিলেন ভারতের তারকা ওপেনার গৌতম গম্ভীর। বিরাট কোহলির বদলে রোহিত শর্মাকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক বানানোর পরামর্শ দিয়েছিলেন গম্ভীর। তারকা ক্রিকেটার বলেছিলেন, রোহিতকে অধিনায়ক না বানানোটা ভারতীয় ক্রিকেটের জন্য ক্ষতি। এবার তার সুরে কথা বললেন ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইনও।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে তাক লাগানো সাফল্য পেয়ে আসছেন রোহিত। তার অধিনায়কত্বে আইপিএলের ১৩ আসরে পাঁচবারই শিরোপা জিতেছে মুম্বাই। পুরো টুর্নামেন্ট দাপুটে ক্রিকেট খেলে এবার পাঁচ নম্বর শিরোপাটা জিতেছে রোহিতের দল। অন্যদিকে আইপিএলে কোহলির ব্যর্থতার অধ্যায় আরও বেড়েছে।
এবারও শিরোপা জিততে ব্যর্থ তিনি। কোহলির হাতে বরাবরই তারকা সমৃদ্ধ দল তুলে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এখনো দলটিকে শিরোপা জেতাতে পারেননি কোহলি। ভারতের জাতীয় দলের হয়েও এখনো বড় কোনো ট্রফি জিততে পারেননি সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। এসব কারণেই আগামীর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোহিতকে অধিনায়ক দাবি উঠছে।
নাসের হুসেন বলেন, ‘রোহিতের অধিনায়কত্ব প্রশংসা করার মতোই। রোহিতের মাথা খুব ঠান্ডা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ সময় গেছে রোহিতের। অনেকেই মনে করছেন বিরাট কোহালির টি-টোয়েন্টি থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত। তার পরিবর্তে রোহিতের অধিনায়ক হওয়া উচিত। রোহিতের রেকর্ড ওর হয়ে কথা বলছে।’
আইপিএল ২০২০ গৌতম গম্ভীর নাসের হুসেইন বিরাট কোহলি রোহিত শর্মা