জ্বরটা বেশ ভোগাচ্ছে হাবিুবল বাশারকে
১৫ নভেম্বর ২০২০ ১৮:৫৮
করোনাক্রান্ত সাবেক টাইগার দলপতি ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের শরীরে উপসর্গ বলতে শুধু জ্বরই আছে। শরীর ব্যথা, গলা ব্যথা কিংবা শ্বাস-প্রশ্বাসের সমস্যা একবারেই নেই। তবে জ্বরটা তাকে বেশ ভোগাচ্ছে। যখন জ্বর আসে তখন তাপমাত্রা বেড়ে ১০২-এ চলে যায়। অবশ্য ওষুধ খেলেই শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় নেমে আসে।
রোববার (১৫ নভেম্বর) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে তিনি একথা জানান।
হাবিবুল বাশার বলেন, ‘ভাল আছি। তবে জ্বরটা বেশ ভোগাচ্ছে। যখন জ্বর আসে তখন শরীরের তাপমাত্রা নুন্যতম ১০২ থাকে। ওষুধ খেলে অবশ্য নেমে যায়। এছাড়া আর কোন সমস্যা অনুভব করছি না।’
গেল ৯ নভেম্বর হুট করেই হাবিবুল বাশারের শরীরের প্রচন্ড জ্বর হানা দেয়। উদ্ভুত পরিস্থিতিতে পরদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে ১১ নভেম্বর জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত।