Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ দিনেই নেগেটিভ মাহমুদউল্লাহ, নামছেন অনুশীলনে


১৭ নভেম্বর ২০২০ ১৩:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেল ৮ নভেম্বর মাহমুদউল্লাহ রিয়াদ জানতে পেরেছিলেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। ঠিক এর ৯ দিন বাদে গতকাল জানতে পেরেছেন তিনি নেগেটিভ।

এদিকে করোনা থেকে সেরে উঠায় আগামীকাল থেকেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি শুরু করবেন জেমকন খুলনার ‘এ’ গ্রেডের এই ক্রিকেটার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাহমুদউল্লাহ নিজেই সারাবাংলাকে মাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘আমি গতকাল দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হয়েছি। আশা করছি আগামীকাল থেকে অনুশীলন শুরু করব।’

১০ নভেম্বর মুলতান সুলতানসের হয়ে পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) খেলতে যাওয়ার উদ্দেশ্যে ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন টাইগার টি-টোয়েন্টি দলপতি। ফলে চলতি টুর্নামেন্টে অংশ নেওয়া হয়নি। শঙ্কার মেঘ জমেছিল তার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে খেলা নিয়েও। কিন্তু রিকভারি টেস্টে নেগেটিভ হওয়ায় তা কেটে গেল।

বিজ্ঞাপন

করোনাভাইরাস করোনামুক্ত কোভিড-১৯ নেগেটিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাহমুদউলাহ রিয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর