Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নেপাল ম্যাচ গোলশূন্য ড্র


১৭ নভেম্বর ২০২০ ১৯:০৯

বাংলাদেশ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। তবে সমীকরণ ছিল আজ নেপালের বিপক্ষে হার এড়ালেই মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজটি জিতে যাবে বাংলাদেশ। সেটাই হলো, ড্র’তে নিঃষ্পত্তি হয়েছে বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’দলের দ্বিতীয় লড়াইয়ে গোলই হয়নি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। তবুও সিরিজ বাংলাদেশই জিতল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ ফুটবল দল।

বিজ্ঞাপন

প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেই আট হাজার দর্শককে স্টেডিয়ামে ঢোকার অনুমতি দিয়েছিল বাফুফে। আজ দ্বিতীয় ম্যাচে সংখ্যাটাকে বেশিই মনে হলো। ম্যাচ শুরুর পর থেকে বাড়তে থাকে দর্শক সমাগম। একটা সময় স্টেডিয়াম দর্শকে ঠাসা। করোনায় আক্রান্ত হয়ে আজ বাংলাদেশ দলের কোচ জেমি ডে ডাগআউটে থাকতে পারেননি। সহকারী কোচ স্টুয়ার্ট ছিলেন দায়িত্বে। সেরা একাদশে দুই পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ।

রিয়াদুল হাসানের জায়গায় ইয়াসিন খানকে একাদশে নেওয়া হয়, এবং গোলরক্ষক আনিসুর রহমান জিকোর জায়গায় বেছে নেওয়া হয় আশরাফুল ইসলাম রানাকে। নেপাল দলে পরিবর্তন আনা হয় পাঁচটি। রক্ষণ শক্ত রেখে আক্রমণে উঠার চেষ্টা করে গেছে দুই দলই। সফলতার দেখা পায়নি একদলও।

দ্বিতীয় মিনিটে সাদ উদ্দিনের শট রুখে দিতে অসুবিধা হয়নি নেপাল গোলরক্ষকের। একটু পর নেপালের তামাংয়ের শট সহজেই গ্লাভসে জমান বাংলাদেশ গোলরক্ষক রানা। ২৩ মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন সুমন রেজা। কিন্তু তার বাঁ পায়ে নেওয়া চমৎকার শটটি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

৩১ মিনিটে গোল পেতে পারতেন নাবীন নেওয়াজ জীবন। কিন্তু ডানপ্রান্ত থেকে পাওয়া ক্রসে ভলিটা জোড়ালো করতে পারলেন না তিনি। বিরতির তিন মিনিট আগে রহমত মিয়ার ডান পায়ের জোড়ালো শট দারুণ দক্ষতায় রুখে দেন নেপাল গোলরক্ষক। যাতে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যেতে হয়েছে দুই দলকে।

৫১ মিনিটে দারুণভাবে ঢুকলেও বল উড়িয়ে মেরে সুযোগ হাতছাড়া করেছেন বিশ্বনাথ ঘোষ। ৫৯ মিনিটে বদলি হিসেবে নামা সুফিলের পাসে ঠিকমতো শট নিতে পারেননি মানিক মোল্লা। ৬৭ মিনিটে মিনিটে জীবনের শট লক্ষ্যে থাকেনি। যোগ করা সময়ে গোল পেতে পেতে পায়নি নেপাল। নবযুগ শ্রেসটার হেড বাংলাদেশ গোলরক্ষক রানার হাতে লেগে ক্রসবারে প্রতিহত হয়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র’তে নিষ্পত্তি হয়েছে ম্যাচ।

জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবল বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর