সাকিব ইস্যুতে যা বলছেন কঙ্গনা-কোয়েলরা
১৮ নভেম্বর ২০২০ ১৮:১৬
সাকিব আল হাসানের কলকাতায় শ্যামাপূজার অতিথি হয়ে যাওয়ার ইস্যুতে কদিন ধরে বেশ আলোচনা হচ্ছে। পরশু মোহসিন নামক এক যুবক দা উচিয়ে হত্যার হুমকি দেয় সাকিবকে। ইতোমধ্যেই হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, তার আগেই বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির নিরসনে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন সাকিব। ‘ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন’ এমন কথা বলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সাকিবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, টাইমস নিউ এর এমন একটি টুইট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘মন্দিকে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে…’
অপর এক টুইটে বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘ওদের কাছে এর জবাব নেই। ওরা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমেও রুদ্ধ করে দেয়। কোনও ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার। আমরা আমাদের উৎসব পালন করতে পারব না, সত্যি বলতে পারব না, আতঙ্কবাদের নিন্দা করতে পারব না, এ ধরনের জীবনযাপন করে লাভ কী’?
বিষয়টি নিয়ে বিভিন্ন কথা উঠলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেছিলেন সাকিব। কোয়েল মল্লিক আপত্তি তুলেছেন সেখানে। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘কেন তিনি (সাকিব) ক্ষমা চেয়েছিলেন? তার অপরাধ কী ছিল? আমাদের জন্য এতো ঘৃণা, তবে কেন আপনি আমাদের কাজের অনুসরন করতে চান?’
সাকিব কলকাতায় শ্যামাপূজার অনুষ্ঠানে গিয়েছিলেন গত বৃহস্পতিবার। বেনাপোল হয়ে কলকাতায় ঢোকার পথে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে এক ভক্তের সঙ্গে সাকিবের অনাকাঙ্খিত এক ঘটনা ঘটে। সেসব নিয়েও বিভিন্ন কথা উঠছে।