পাঁচ দলের করোনা পরীক্ষা শুক্রবার
১৯ নভেম্বর ২০২০ ১৫:২৫
২৪ নভেম্বর পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। এই লক্ষ্যে টুর্নামেন্টে অংশগ্রহনকারী পাঁচ দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিত হবে। অবশ্য শুধু ক্রিকেটারই নন, টিম অফিসিয়াল, গ্রাউন্ডসম্যান ও হোটেল কর্মীসহ প্রায় ২৫০ জনকে এদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে হবে। পরীক্ষায় যারা নেগেটিভ হবেন তারাই আগামী ২১ নভেম্বর টিম হোটেলে বায়ো বাবলে প্রবেশ করবেন।
করোনা পরীক্ষার পর ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট উঠবেন রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে। আর গ্রাউন্ডসকর্মীরা থাকবেন মিরপুর ক্রীড়া পল্লীতে। মূলত অতিমারিকালে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই তাদের ক্রীড়া পল্লীতে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি ভবনের একতলায় করা হয়েছে আইসোলেশন সেন্টার। টুর্নামেন্ট চলাকালীন কোন ক্রিকেটার করোনাক্রান্ত হলে যাতে করে দ্রুততম সময়ের মধ্যে তার আইসোলেশন নিশ্চিত করা যায় সেজন্যই টাইগার ক্রিকেট প্রশাসনের এই ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারাবাংলাকে এখবর জানিয়েছেন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেছেন, ‘২০ নভেম্বর পাঁচ দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হবে। আর দলগুলো হোটেলে উঠবে ২১ নভেম্বর। এর আগেই অবশ্য হোটেল কর্মী এবং ৫০ জন গ্রাউন্ডসম্যানের করোনা পরীক্ষা করা হবে। গ্রাউন্ডসম্যানদের থাকার জন্য মিরপুর ক্রীড়াপল্লীতে ব্যবস্থা করা হবে। সেখান থেকেই তারা যেন মাঠে তাদের যাওয়া আসা করতে পারে সেই পথটা কিভাবে নিরাপদ রাখা যায় সেজন্য আমরা দেখেছি, পরিদর্শন করেছি। জৈব সুরক্ষা বলয়টা যাতে ঠিক থাকে। ’
২৫ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ডিসেম্বর।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হল; গাজী গ্রুপ চট্টগ্রাম, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও ফরচুন বরিশাল।
করোনাভাইরাস পরীক্ষা দেবাশীষ চৌধুরী বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বিসিবি