রাজশাহীর দলপতি শান্ত
১৯ নভেম্বর ২০২০ ১৬:২১
২৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর দলপতি হিসেবে মনোনিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফউদ্দিনরা তার নেতৃত্বেই শিরোপা জয়ের মিশনে নামবেন।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ৫ দল চূড়ান্ত অনেক আগেই। গত সপ্তাহে হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট, যার মধ্য দিয়ে দল গঠন করেছে অংশগ্রহনকারী পাঁচ দল; গাজী গ্রুপ চট্টগ্রাম, বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। দল গঠন শেষে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা ও ফরচুন বরিশাল ইতোমধ্যেই তাদের দলপতি নির্বাচন করেছেন। গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটন তুলে দেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনের হাতে, খুলনার নেতৃত্ব ভার অর্পিত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের উপরে আর ফরচুন বরিশালের নেতৃ্ত্বে থাকছেন তামিম ইকবাল। এবার অধিনায়ক ঘোষণা করল পদ্মা পাড়ের দল রাজশাহী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার নাম ঘোষণা করা হয়।
অধিনায়কের দায়িত্ব পেয়ে শান্ত বলেন, ‘দল হিসেবে আমার কাছে মনে হয় খুব ভালো একটা কম্বিনেশ হয়েছে। সিনিয়র ও কিছু তরুণ প্লেয়ার আছে। সমন্বয়টা খুব ভালো। অভিজ্ঞ প্লেয়ারও অনেক আছে। সুতরাং যেহেতু এটা ঘরোয়া টুর্নামেন্ট আশা করছি যে খুব ভালো একটা টুর্নামেন্টই হবে আমাদের জন্য।অবশ্যই টি-টোয়েন্টি যেহেতু আশা করব খুব ভালো উইকেটে খেলা হবে। তারপরও উইকেট যেমনই থাক আমরা মাঠে গিয়ে ঐ অনুসারেই খেলার চেষ্টা করবো। কিন্তু উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নাই। আশা করছি যে খুব ভালো উইকেটই পাব।’
অনুষ্ঠানে দলের জার্সি এবং লোগোও উন্মোচিত হয়েছে।
মিনিস্টার গ্রুপ রাজশাহীতে যারা আছেন: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান (সিনি:), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।
নাজমুল হোসেন শান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিনিস্টার গ্রুপ রাজশাহী