শ্রীলঙ্কায় খেলতে যাবেন না গেইল-সরফরাজরা
১৯ নভেম্বর ২০২০ ১৭:৪১
বেশ কয়েকবার পেছানোর পর ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। তবে আয়োজকদের এই তৃপ্তির মধ্যেই একের পর এক হতাশার খবর দিচ্ছেন বড় ক্রিকেট তারকারা। আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসি, দাভিদ মালান, মানবিন্দ্রন বিসলার মতো তারকারা। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম।
এলপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিস গেইল, সরফরাজ আহমেদ, রবি বোপারা, লিয়াম প্ল্যাঙ্কেটের মতো তারকারা। আশ্চর্যের খবর, টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার অন্যতম সফল ক্রিকেটার লাসিথ মালিঙ্গাও নাম প্রত্যাহার করে নিয়েছেন এলপিএল থেকে।
গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার কথা ছিল মালিঙ্গার। তারকা পেসার জানিয়েছেন, ঠিকভাবে প্রস্ততি নিতে না পারার কারণেই মূলত টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গেইল, প্ল্যাঙ্কেটের খেলার কথা ছিল ক্যান্ডি টাস্কার্সের। টুইটারে তাদের না খেলার বিষয়টি জানালেও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি ক্যান্ডি টাস্কার্স।
পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের খেলার কথা ছিল গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে। দলটিকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সরফরাজের। কিন্তু পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলে থাকার কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। আর পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ার কারণে ‘না’ বলে দিয়েছেন জাফনা স্ট্যালিয়নসের হয়ে খেলার কথা থাকা রবি বোপারা।
উল্লেখ্য, পাঁচটি দলকে নিয়ে শুরু হতে যাওয়া এলপিএলের মোট ম্যাচ ২৩টি। ২৬ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ১৬ ডিসেম্বর।
এলপিএল ক্রিস গেইল লঙ্কা প্রিমিয়ার লিগ লাসিথ মালিঙ্গা সরফরাজ আহমেদ