Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার স্পার্স ভালো কিন্তু পেপের সিটিও দুর্দান্ত: মোরিনহো


২১ নভেম্বর ২০২০ ১২:৪৯

জোসে মোরিনহো আর পেপ গার্দিওলার লড়াইটা বেশ পুরাতন। একই সময়ের অন্যতম সেরা দুই কোচ হওয়ায় দুইজনের ভেতরেই সবসময় নীরব এক যুদ্ধ চলে আসছে বহু সময় ধরে। তবে সেটা খেলার মাঠেই সীমাবদ্ধ। শনিবার রাতে আবারও দেখা মিলবে এই দুই মহারথীর লড়াই মাঠের লড়াই। ২০২০/২১ মৌসুমে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে টটেনহাম হটস্পার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগের ৯ম রাউন্ডে এসে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে টটেনহাম হটস্পার্স। এটি স্পার্সের ৯ম ম্যাচ হলেও সিটিজেনদের ৮ম ম্যাচ হতে যাচ্ছে। লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৫ জয়, দুই ড্র আর একটি মাত্র হারে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জোসে মোরিনহোর স্পার্স। অন্যদিকে এক ম্যাচ কম খেলে সমান তিন জয় ও ড্র আর এক ড্র’তে ১২ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে অবস্থান করছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন

এই দুই তারকা কোচের শেষবারের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন মোরিনহো। সেবার স্পার্সের ডাগ আউটে দাঁড়িয়ে সিটিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিলেন মোরিনহো। এই নিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ২৪তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোরিনহো এবং গার্দিওলা। এর ভেতর যদিও ১১ বারই জয় পেয়েছেন গার্দিওলা, বিপরীতে মোরিনহোর জয়ের সংখ্যা মাত্র ৬ ম্যাচ আর ড্র বাকি ৬ ম্যাচ।

হাই ভোল্টেজ এই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলা জানান, ‘আমরা এখন অনেক ভালো দল কিন্তু ম্যানচেস্টার সিটিও এখন দুর্দান্ত একটি দল। সিটি এই দলবদলের মৌসুমে ১৫০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে, সেই সঙ্গে সিটির আছে পেপের মতো দুর্দান্ত একজন কোচ। গত মৌসুমের শেষভাগে তাঁরা জানতো যে আর চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়, কিন্তু এই মৌসুমে সিটি জানে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভবনা রয়েছে। তাই তাঁরা সর্বোচ্চটুকু দিয়েই লড়াই করবে।’

বিজ্ঞাপন

‘আমরা এখন অন্যদের থেকে একটু বেশি ভালো দল। আমরা জয়ের ধারায় আছি বলেই আমরা এখন বেশ আত্মবিশ্বাসী। গত মৌসুমে আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টায় ছিলাম। কিন্তু এই মৌসুমে আমাদের চিত্রটি ভিন্ন। আমরা পারফেক্ট দল নই, আমাদের এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। আমরা সামনের ম্যাচটি জিততে চাই, যদিও আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী এবং তাঁরা শিরোপার জয়ের জন্য লড়াই করছে।’-যোগ করেন মোরিনহো।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়াবে ম্যানচেস্টার সিটি টটেনহাম হটস্পার্সের মধ্যকার ম্যাচটি।

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ জোসে মোরিনহো টটেনহাম হটস্পার্স বনাম ম্যানচস্টার সিটি পেপ গার্দিওলা মোরিনহো বনাম গার্দিওলা স্পার্স বনাম সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর