Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুন্ধুমার ব্যাটিংয়ে বিস্মৃতি ভুলতে চান সৌম্য


২২ নভেম্বর ২০২০ ১৭:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি প্রেসিডেন্ট’স কাপ দুঃস্বপ্নের মতোই কেটেছে সৌম্য সরকারের। গেল অক্টোবরে মাঠে গড়ানো তিন দলের এই ওয়ানডে টুর্নামেন্টে ৫ ম্যাচের একটিতেও স্বরুপে উদ্ভাসিত হয়ে উঠতে পারেননি নাজমুল একাদশের এই টপ অর্ডার ব্যাটসম্যান। প্রতিটি ম্যাচেই থেকেছেন নিজের ছায়া হয়ে। সেই বিস্মৃতি ভুলতে এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টির দিকে পাখির চোখ করেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের এই মারকুটে ওপেনার। ধুন্ধুমার ব্যাটিংয়ে চাইছেন দলকে রান বন্যায় ভাসাতে।

প্রেসিডেন্ট’স কাপে ৫ ম্যাচে সৌম্য’র ব্যক্তিগত সংগ্রহ ছিল ভীষণ দৃষ্টিকটু (২১, ৯, ৮, ৭, ৫)। প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে নেমে জ্বলে উঠার আগেই দপ করে নিভে গেছেন লাল সবুজের এই মারকুটে ব্যাটসম্যান। সেই বিস্মৃতি আজও তাড়া করছে তাকে। আর সেকারণেই পারফরম্যান্সের ইউটার্ন করাতে নিশানা তাক করেছেন ২৪ অক্টোবর থেকে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দিকে। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে সেখানে হয়তো প্রলয়ী সৌম্যকেই দেখা যাবে।

বিজ্ঞাপন

রোববার (২২ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

সৌম্য বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, নতুন টুর্নামেন্ট তো ভালো করার চেষ্টা করব এবং আমাদের এ বছর যে দলটা হয়েছে অবশ্যই অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। সবদিক দিয়েই ভালো, আশা করি ভালো একটা টুর্নামেন্ট যাবে। প্রেসিডেন্ট’স কাপের পারফরম্যান্স ভালো ছিল না। তো অবশ্যই এবার চেষ্টা করব যে ওইটাকে পেছনে ফেলে যেন এই টুর্নামেন্টটা অনেক ভালো কাটাতে পারি।’

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও মন্দ করেন না সৌম্য। ঘরোয়া ক্রিকেট তো বটেই জাতীয় দলের জার্সিতেও পার্ট টাইম বোলার হিসেবে ব্রেক থ্রু এনে দিতে দারুণ পারঙ্গম তিনি। বোলিংয়ের এই ধারাবাহিকতা আসন্ন টি-টোয়েন্টি কাপেও ধরে রাখতে চাইছেন গাজী গ্রুপের নন্দিত এই ব্যাটার।

‘অবশ্যই বোলিংটাও করব ব্যাটিংয়ের পাশাপাশি। যে কোনো টুর্নামেন্টেই তো একটা লক্ষ্য থাকে। তো আমার নিজেরও একটা লক্ষ্য আছে। তো চেষ্টা করব যে ওই লক্ষ্যটা ফুলফিল করার এবং দল হিসেবেও এ বছর আমাদের অনেক ভালো হয়েছে। যদি এখন আমি বোলিংও করি, বোলিং যখনই করব চেষ্টা করব পারফরম্যান্সেও যেন ওমন হয়।’

২৪ নভেম্বর পর্দা উঠছে ৫ দলের টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপের। ২৬ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম দলে যারা আছেন: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মো. মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, মো. সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর