এক সপ্তাহ মাঠের বাইরে সাইফউদ্দিন
২৩ নভেম্বর ২০২০ ১৪:২৪
অনুশীলনের সময় বাঁ পায়ের গোঁড়ালিতে চোট পাওয়ায় এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। ফলে আগামীকাল থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম তিন ম্যাচে এই অলরাউন্ডারকে দলে পাচ্ছে না মিনিস্টার গ্রুপ রাজশাহী। এক সপ্তাহ পর তাঁর ইনজুরির মূল্যায়ন শেষে যদি ফিজিওরা বুঝতে পারেন তিনি খেলতে সমর্থ্য তবেই পরের ম্যাচগুলোতে তাকে খেলার অনুমতি দেওয়া হবে।
রোববার (২৩ নভেম্বর) সারাবাংলাকে এতথ্য দিয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার।
তিনি জানালেন, ‘সাইফউদ্দিনকে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। আমাদের প্রথম তিনটি ম্যাচ ও খেলতে পারবে না। আমরা এখনো ওর পায়ের স্ক্যান করাইনি। যদি প্রয়োজন মনে করি তাহলে করাব। ফিজিওরা ওকে সার্বক্ষণিক দেখছে। এক সপ্তাহ পর ওর ইনজুরির মূল্যায়ন হবে। দেখে যদি মনে হয় পরের ম্যাচগুলো খেলতে পারবে, খেলবে।’
ঘটনার সূত্রপাত (২২ নভেম্বর) সকালে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দ্বিতীয় দিনের অনুশীলনে এসেছিলেন সাইফউদ্দিন। অনুশীলনের শুরুতে ওয়ার্ম আপ সেশনে ফুটবল খেলেতে গিয়ে গোঁড়ালিতে গুরুতর চোট পান এই টাইগার পেস বোলিং অলরাউন্ডার। এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
আর মাত্র কয়েকঘণ্টা বাদে অর্থাৎ ২৪ নভেম্বর পর্দা উঠবে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপের। যেখানে উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
মিনিস্টার গ্রুপ রাজশাহী দলে যারা আছেন: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান (সিনি:), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।
ইনজুরিতে এক সপ্তাহের পর্যবেক্ষণে টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোহাম্মদ সাইফউদ্দিন