Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে বলেছি ওসব কিছুই বলিনি আমি: গ্রিজম্যান


২৪ নভেম্বর ২০২০ ১১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যান্তোনিও গ্রিজম্যান এবং লিওনেল মেসিকে নিয়ে সরগরম ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। সম্প্রতি গ্রিজম্যানের আত্মীয় এবং সাবেক এজেন্টের বক্তব্যের পর লিওনেল মেসির প্রতিক্রিয়ায় গণমাধ্যমগুলো দুইজনের সম্পর্কে আরও বড় ফাটল দেখতে পেয়েছে। তবে এবার গণমাধ্যমের সামনে অবশেষে মুখ খুললেন গ্রিজম্যান। জানালেন মেসির সঙ্গে তাঁর কোনো সমস্যা তো নেইই সেই সঙ্গে আরও জানালেন তিনি যেবার প্রথম বার্সেলোনাকে প্রত্যাখ্যান করেছিলেন সেবার মেসি অনেক কষ্ট পেয়েছিলেন।

পড়ুন: দোষী শুনতে শুনতে ক্লান্ত মেসি

সম্প্রতি রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার জর্জ ভালদানোর ইউনিভার্সো ভালদানো’তে এক সাক্ষাৎকারে গ্রিজম্যান নিজের বার্সেলোনায় আসার পেছনে এবং প্রথমবার বার্সাকে না বলার কারণও জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন লিওনেল মেসি কিভাবে তাঁকে সাহায্য করেছে সেই বিষয়ও তুলে ধরেন এই ফ্রেঞ্চ তারকা।

বিজ্ঞাপন

‘আমি আসলে প্রথমবার অনেক সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম বলেই বার্সায় নাম লেখানো হয়নি। আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা আসলে ভক্তদের জন্য একটি বার্তা ছিল যে ক্লাব পাল্টানোর সময় একজন খেলোয়াড় কত সমস্যার সম্মুখীন হয় সে সম্পর্কে জানাতে। আমার বাবা-মাও ওই ভিডিও দেখে ক্ষিপ্ত হয়েছিল কারণ তাঁরা আমাকে বার্সায় দেখতে চেয়েছিল। এটা আসলে অনেক বড় একটি সিদ্ধান্ত যা গ্রহণ করাটা এত সহজ নয়।’-বলেন গ্রিজম্যান।

এক মৌসুম পর ঠিকই গ্রিজি বার্সায় যোগ দেন, তবে তখন থেকে তাঁকে আর মেসিকে ঘিরে নানা বিতর্ক রটেছে। দুই জনের বিতর্ক এবার পরিস্কার করলেন এই ফ্রেঞ্চ খেলোয়াড় নিজেই। গ্রিজি বলেন, ‘আমি যখন বার্সেলোনায় আসি তখনই মেসির সঙ্গে আমার কথা হয়। সেই সময় মেসি আমাকে বলেছিল আমি যখন প্রথমবার বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান করি তখন সে অনেক কষ্ট পেয়েছিল কারণ সে আমাকে সবার সামনেই বার্সেলনায় চেয়েছিল। আমি বার্সায় আসার পর থেকি মেসি আমাকে সাহায্য করে যাচ্ছি যা প্রতিদিনই আমি অনুশীলনে দেখতে পাই।’

নিজের সাবেক এজেন্ট এরিক ওলহাটস এবং চাচা এম্মানুয়েল লোপেসের বেফাঁস মন্তব্যের কারণে বেশ চাপে পড়েছেন গ্রিজম্যান। সে সম্পর্কে তিনি বলেন, ‘দেখুন আমি আমার সাবেক এজেন্ট এরিকের সঙ্গে অনেক আগেই সম্পর্ক শেষ করেছি। আমার বিয়ের সময় থেকেই তাঁর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার বিয়েতে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু সে আসেনি আর এ কারণেই আমি তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি।’

আর তাঁর চাচার এমন মন্তব্য সম্পর্কে গ্রিজি বলেন, ‘আমার চাচা আসলে জানে না যে ফুটবল কীভাবে চলে। একজন সাংবাদিক তাঁর কাছ থেকে কৌশলে এই মন্তব্য বের করে আনে। আমি মেসিকে বলেছি আমি তাদের সঙ্গে এসব বিষয়ে কোনো কথা বলিনি। আমার কাছে আমার চাচার ফোন নাম্বার পর্যন্ত নেই।’

অ্যান্তোনিও গ্রিজম্যান দুইজনের মধ্যকার দ্বন্দ্ব মেসি বনাম গ্রিজম্যান সাক্ষাৎকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর