Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেক্সিমকো ঢাকার


২৪ নভেম্বর ২০২০ ১৩:০৭

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি দুই দল। প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।

এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ নভেম্বর) সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে দর্শকহীন স্টেডিয়ামে উদ্বোধন হয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উড়ন্ত শুরুর আভাস দিলেন বেক্সিমকো ঢাকার দলপতি মুশফিকুর রহিম। মুশির মতে, টুর্নামেন্টের শুরুটা ভালো হলে দলের টিউন আপনা আপনিই সেট হয়ে যাবে। যা কিনা পরের ম্যাচগুলোতেও দাপুটে জয়ের জ্বালানি যোগাবে। কম যায় না উদ্বোধনী ম্যাচে ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহীও। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাফ জানিয়ে দিলেন, ঢাকা বধে তারাও প্রস্তুত।

ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে মুশফিক জানালেন, ‘আশা করছি বেক্সিমকো ঢাকার হয়ে যাতে খুব ভালো একটা শুরু করতে পারি এবং সেটা যেন শেষ করতে পারি। আমাদের প্রথম লক্ষ্য থাকবে শীর্ষ চারে যাতে যেতে পারি। অবশ্যই তারপর যাতে ফাইনালটা খেলতে পারি। এরপর যেটা বললেন আল্টিমেটলি লক্ষ্য তো হচ্ছে চ্যাম্পিয়নশিপ। সেদিকেই আমাদের লক্ষ্য আছে। আশা করছি শুরুটা যাতে ভালো করতে পারি।’

মুশফিকদের হারাতে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতেই শান্ত জানালেন, ‘আমার দলে তরুণ ক্রিকেটারও অনেক আছে। চারদিকে চিন্তা করলে কম্বিনেশন ভালো। মনে হয় না সমস্যা হবে। পাশাপাশি আমার রেগুলার পারফর্ম করা রান করা। ওই জায়গায়টায় ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। নজর দিচ্ছি কীভাবে ভালো রান করা যায়। অবশ্যই শেষ দুই তিনটা ইনিংস খুব ভালো ছিল টি-টোয়েন্টির। ওই ইনিংসগুলো চিন্তা করলে অবশ্যই আত্মবিশ্বাসী আছি।’

বিজ্ঞাপন

রাজশাহী একাদশ: মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, ফজলে রাব্বি, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শেখ মেহেদি, এবাদত হোসেন, মুগ্ধ, আনিসুল ইমন।

ঢাকার একাদশ: মুশফিকুর রহীম (অধিনায়ক), নাইম শেখ, তানজিদ হাসান তামিম, রুবেল হোসেন, নাসুম আহমেক, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান।

উদ্বোধনী ম্যাচ টস ঢাকা বনাম রাজশাহী নাজমুল হোসেন শান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার রাজশাহী মুশফিকুর রহিম বনাম শান্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর