Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ


২৪ নভেম্বর ২০২০ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণঘাতী করোনাভাইরাসের দাপটে গোটা বিশ্ব এখনো থরহরিকম্প। সংক্রমণ কমার কোনো লক্ষণ তো নেইই উল্টো প্রতিদিনই আসছে নতুন নতুন সংক্রমণের খবর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও দ্বিতীয় ঢেউ সামলানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে মাঠে গড়াল বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। সঙ্গত কারণেই টুর্নামেন্টের উদ্বোধনে কোনো জমকালো অনুষ্ঠান রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। স্রেফ বেলুন উড়িয়েই ৫ দলের টি-টোয়েন্টি কাপের উদ্বোধন ঘোষণা করা হলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার উদ্বোধনী ম্যাচ গড়ানোর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বেক্সিমকো ঢাকার দলপতি মুশফিকুর রহিম। দুপুর দেড়টায় শুরু ম্যাচটি শেষ হবে বিকেল ৪টা ৫০ মিনিটে।

তবে দিনের বড় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। যেখানে তামিম ইকবালের ফরচুন বরিশালের মোকাবিলা করবে মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানের জেমকন খুলনা।

আর এই ম্যাচ দিয়েই এক বছরেরও বেশি সময় পর নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উদ্বোধন উদ্বোধনী ম্যাচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর