Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের কাঠগড়ায় বাজে বোলিং


২৪ নভেম্বর ২০২০ ১৮:৫৮

তীরে এসে তরী ডুবল বেক্মিমকো ঢাকার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টির রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে রাজশাহীর কাছে হেরে গেল মাত্র ২ রানে। ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তোলে মিনিস্টার গ্রুপ রাজশাহী। আর বেক্সিমকো ঢাকা থামে ৫ উইকেটে ১৬৭ রানে। এমন হারে দলের বাজে বোলিংকে কাঠগড়ায় দাঁড় করালেন ঢাকার দলপতি মুশফিকুর রহিম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকার দলপতি বলেন, ‘আমার মনে হয় আমরা বোলিংয়ে খুব ভালো করতে পারিনি। আমরা শুরুটা ভালো করিনি আবার মাঝখানে ভালো করেছি এরপর আবার শেষদিকে সোহান (নুরুল হাসান) ও মেহেদি (শেখ মেহেদি) ভালো ব্যাটিং করেছে । আমার মনে হয় আমাদের বোলাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি। ‌১৭০ তাড়া করার মতো রান। কিন্তু শেষ পর্যন্ত আমাদের বোলাররা ঠিকভাবে শেষ করতে পারেনি।’

অবশ্য শুধু বাজে বোলিংই নয়, ব্যাট হাতে ইনিংসের শুরুটাও সতীর্থরা আশানুরুপ করতে পারেননি বলে জানালেন মুশি। তানজিদ, ইয়াসির আলীরা শুরুটা দাপুটে করলে শেষটা মোটেই কঠিন হত না বলে মত তার।

‘আমি, আকবর, তামিম, নাঈম সবাই সেট হয়েছিল কিন্তু আপনার শুরুটাকে বড় করতে হবে। ৬০-৭০ রান করতে পারলে কেউ ম্যাচ আমাদের হাতে থাকতো। আমার মনে হয় আকবরের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ নতুন ব্যাটসম্যানের জন্য কঠিন ছিল শেষদিকে। কারণ আপনি আশা করতে পারেন না কোনো ব্যাটসম্যান এসেই তিন ছক্কা হাঁকাবে।’

ঢাকা ম্যাচ হেরেছে সত্যি কিন্তু লড়াইটা করেছে অসাধারণ। বিশেষ করে মুক্তার আলীর ব্যাটিং ছিল দারুণ আশাজাগানিয়া। ২৯ বলে তার ৩৪ রানে এক পর্যায়ে তাদের জয়ের স্বপ্নও দেখাচ্ছিল। তাই মোক্তারকে কৃতিত্ব দিতে কার্পণ্য দেখালেন না অধিনায়ক।

বিজ্ঞাপন

‘কৃতিত্বটা মুক্তারের সে শেষ ওভার ছাড়া খুব ভালো ব্যাট করেছে। আশা করি আমরা এই ম্যাচ থেকে শিখতে পারবো। এটাই খেলার সৌন্দর্য। আপনার ভুল থেকে শিখতে হবে এবং পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসতে হবে।’

ম্যাচটিতে রাজশাহীর জয়ের প্রভাবক হিসেবে কাজ করেছেন তরুণ মেহেদি হাসান। বারুদে ব্যাটিংয়ে দারুণ ফিফটির (৫০) পর প্রতিপক্ষের ব্যাটিং ঝড়ও থামিয়েছেন। তাই তরুণ এই অফস্পিনিং অলরাউন্ডারকে ভাসালেন প্রশংসা বাক্যে। ‘রাজশাহী ও মেহেদিকে অভিনন্দন। তারা যেভাবে খেলেছে..।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর