ব্রুনোর জোড়া গোলে বড় জয় ম্যানচেস্টার ইউনাইটেডের
২৫ নভেম্বর ২০২০ ০৯:৩৩
২০২০/২১ মৌসুমের ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘এইচ’কে গ্রুপ অব ডেথ বলেই আখ্যা দেওয়া হয়েছে। এই গ্রুপে রয়েছে বর্তমান রানার্স আপ পিএসজি, সেমিফাইনালিস্ট আরবি লাইপজিগ আর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইস্তানবুল বাসাকসেহির। অনুমেয়ভাবেই এই গ্রুপের দিকে বাড়তি নজর ফুটবলপ্রেমীদের। আর এই গ্রুপের খেলা জমেও উঠেছে বেশ। মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-১ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে রেড ডেভিলসরা।
গ্রুপ এইচ’র প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড তবে এখনও নিশ্চিত হয়নি পরের রাউন্ডে খেলা। গ্রুপের বাকি দুই হ্যাভিওয়েট দল প্যারিস সেইন্ট জার্মেই ও আরবি লাইপজিগ নিঃশ্বাস ফেলছে রেড ডেভিলসদের ঘাড়েই। প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে ইউনাইটেডের পয়েন্ট ৯, অন্যদিকে পিএসজি ও লাইপজিগ চার ম্যচে ২টিতে জয় ও দুটিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান করছে দুই ও তিনে। গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে পিএসজি। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ইউনাইটেডের প্রতিপক্ষ পিএসজি ও লাইপজিগ। এই দুই ম্যাচের দুটিতে হারলেই শঙ্কায় পড়তে পারে তাদের পরের রাউন্ডে খেলা। তবে এর জন্য অবশ্য পিএসজি ও লাইপজিগকে জিততে হবে নিজেদের বাকি দুই ম্যাচ।
তবে সব হিসাব নিকাশের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে শীর্ষস্থান পোক্ত করেছে। ম্যাচের ৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের দুর্দান্ত শটে বাসাকসেহির গোলরক্ষক পরাস্থ হলে ১-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। এরপর ১২ মিনিটের মাথায় মার্কোস রাশফোর্ড দুর্দান্ত এক গোল করে স্কোরশিটে নাম লেখান তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর দ্বিতীয় গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি রেড ডেভিলসদের। ম্যাচের ১৯ তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড।
দুই গোলে এগিয়ে যাওয়া ইউনাইটেড গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে, ম্যাচের ৩৩ মিনিটে ডি বক্সের ভেতর রাশফোর্ডকে ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। স্পট কিক থেকে রাশফোর্ড গোল করলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে বলের দখল ধরে রেখে আক্রমণ করতে থাকে রেড ডেভিলসরা, তবে কিছুতেই চতুর্থ গোলের দেখা মিলছিল না। উলটো ম্যাচের ৭৫ মিনিটে ডেনিজ তুরাচের গোলে ব্যবধানে ৩-১ করে বাসাকসেহির।
ব্যবধান কমানোর মিনিট পাঁচেক পর বাসাকসেহিরের ভিস্কার নেওয়া শট গোলবারে লেগে ফিরে আসলে ব্যবধান ৩-২ করা হয়নি তুরস্কের ক্লাবটির। এরপর ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বদলি হিসাবে নামা মেসন গ্রিনউডের অ্যাসিস্ট থেকে গোল করেন আরেক বদলি খেলোয়াড় ড্যানিয়েল জেমস। আর তাতেই ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় রেড ডেভিলসদের।
২০২০/২১ মৌসুম ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ব্রুনো ফার্নান্দেজ মার্কোস রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড রেড ডেভিলস