আইসিসির দশক সেরা ক্রিকেটারের মনোনয়নে কোনো বাংলাদেশি নেই
২৫ নভেম্বর ২০২০ ১৭:৩০
বিভিন্ন ক্যাটাগরিতে দশক সেরা ক্রিকেটার নির্বাচন করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সেই লক্ষ্যে পূর্ন সদস্য ও সহযোগি সদস্য দেশগুলোর পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। আশ্চর্য, এই লম্বা তালিকায় বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই।
ফরম্যাট অনুযায়ী আলাদা আলাদা তালিকায় মোট ৬০ জনকে বেছে নেওয়া হয়েছে। যেখানে বর্তমান সময়ের তারকাদের সঙ্গে কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, লাথিস মালিঙ্কার মতো ক্রিকেটাররা সুযোগ পেলেও সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম বা সালমা খাতুনের মতো বাংলাদেশি কোনো ক্রিকেটারের নাম নেই।
সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি মনোনয়ন মেয়েছেন মোট চার ক্যাটাগরিতে। দশক সেরা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ক্রিকেটারের পাশাপাশি দশক সেরা ক্রিকেটার ক্যাটাগরিতেও মনোনিত হয়েছেন ভারতীয় তারকা। আর কোনো ক্রিকেটার চার ক্যাটাগরিতে মনোনিত হননি।
বিস্মিত করেছে ওয়ানডের দশক সেরা মনোনয়নে। ওয়ানডেতে বর্তমানের বিশ্বসেরা ইংল্যান্ড। অথচ ওয়ানডের মনোনয়নে নেই কোনো ইংলিশের নাম।
বিভিন্ন ক্যাটাগরিতে আইসিসির তালিকা-
দশকসেরা পুরুষ ক্রিকেটারের মনোনয়ন: বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত) এবং কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।
দশকসেরা নারী ক্রিকেটারের মনোনয়ন: এলিসি পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত), সারাহ টেলর (ইংল্যান্ড)।
দশকসেরা টেস্ট ক্রিকেটার (পুরুষ): বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান)।
দশকসেরা ওয়ানডে ক্রিকেটার (পুরুষ): বিরাট কোহিল (ভারত), মহেন্দ্র সিং ধোনি (ভারত), রোহিত শর্মা (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) এবং এবি ডি’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)৷
দশকসেরা ওয়ানডে ক্রিকেটার (নারী): এলিসি পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত), ঝুলন গোস্বামি (ভারত)।
দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (পুরুষ): রশিদ খান (আফগানিস্তান), বিরাট কোহিল (ভারত) রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (নারী): এলিসি পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), ডিন্দ্রা দোতিন (ওয়েস্ট ইন্ডিজ), আনিয়া স্রাবসোল (ইংল্যান্ড)।
আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে দশকসেরা ক্রিকেটার (পুরুষ): কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড), কলাম ম্যাকলেয়ড (স্কটল্যান্ড), পরশ খড়কা (নেপাল), আসাদ ভালা (পাপুয়া নিউগিনি), পিটার বোরেন (নেদারল্যান্ডস), রিচি বেরিংটন (স্কটল্যান্ড)।
সহযোগী দেশগুলোর মধ্যে দশকসেরা ক্রিকেটার (নারী): নাত্তাকান চানতাম (নেপাল), সরনোরিন তিপোচ (নেপাল), সানিদা সাত্থিরুয়াং (নেপাল), ক্যাথেরিন ব্রাইস (স্কটল্যান্ড), সারাহ ব্রাইস (স্কটল্যান্ড), স্টেরে ক্যালিস (নেদারল্যান্ডস)।
দশকসেরা আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড: বিরাট কোহলি (ভারত), কেনে উইলিয়াসন (নিউজিল্যান্ড), মিসবাহ-উল হক (পাকিস্তান), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), ডেনিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ক্যাথেরিন ব্রান্ট (ইংল্যান্ড), আনিয়া স্রাবসোল (ইংল্যান্ড)।
আইসিসি দশক সেরা ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বিরাট কোহলি সাকিব আল হাসান