দ্বিতীয় জয়ের খোঁজে খুলনা-রাজশাহী
২৫ নভেম্বর ২০২০ ২০:০২
আলোচিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় দিন কাল। গতকাল উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এক দিনের বিরতি দিয়ে আগামীকাল মাঠে গড়াবে আরও দুই ম্যাচ। কাল দিনের প্রথম ম্যাচে জেমকন খুলনার মুখোমুখি হবে মিনিস্টার রাজশাহী। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়।
খুলনা ও রাজশাহী গতকাল উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল। জয়ও পেয়েছে দুই দল। দুই দল জয় পেয়েছেও একই ভাবে। বেক্সিমকো ঢাকার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জেতার কথা ছিল না রাজশাহীর। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান লাগত ঢাকার। আগের ওভারেই তিন ছয়ে ২১ রান তোলা সৈকত আলী ক্রিজে ছিলেন, অপর দিকে হার্ডহিটার সাব্বির রহমান। কিন্তু শেখ মেহেদি হাসানের করা ইনিংসের শেষ ওভারে একটা নো বল হলেও এই রান তুলতে পারেনি ঢাকা। প্রথম ম্যাচে খুলনার জয়টাও ছিল এমন অনাকাঙ্খিত।
বরিশালের বিপক্ষে শেষ ওভারে ২২ রান লাগত খুলনার। উইকেটে ছিলেন অনেকদিন আলোচনার বাইরে থাকা অলরাউন্ডার আরিফুল ইসলাম। সবাইকে তাক লাগিয়ে সেই আরিফুলই মেহেদি হাসান মিরাজের করা শেষ ওভারের প্রথম পাঁচ বলেই চার ছক্কা হাঁকিয়ে খুলনাকে জিতিয়ে দেন। প্রথম ম্যাচে অনাকাঙ্খিতভাবে জয় পাওয়া দুই দল নিশ্চয় আজ একে অপরকে ছাড়িয়ে যেতে চাইবে।
এতে দলীয় শক্তির বিচারে খুলনা এগিয়ে। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে খুলনায় নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আছেন। সাকিবের দিকে বাড়তি নজর থাকবে নিশ্চয়। কাল প্রথম ম্যাচে বল হাতে তিন ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিলেও ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। আজ নিশ্চয় ছাড়িয়ে যেতে চাইবেন প্রথম ম্যাচের পারফরম্যান্সকে। ব্যাটিংয়ের পাশাপাশি খুলনার বোলিং আক্রমণও বেশ শক্ত।
অপরদিকে, রাজশাহীর স্কোয়াডে তারকার ছড়াছড়ি নেই। তরুণ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, ফজলে রাব্বির মতো ক্রিকেটাররা খেলছেন দলটিতে। দলটির সবচেয়ে বড় আকর্ষণ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন চোট পেয়েছেন টুর্নামেন্ট শুরুর আগের দিন। তবে শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহানের মতো কিছু সম্ভাবনাময় ক্রিকেটারও আছেন রাজশাহীর স্কোয়াডে। প্রথম ম্যাচে দলটিকে জিতিয়েছেন এই তরুণ মেহেদি, সোহানরাই। দেখা যাক- কালকের লড়াইয়ে শেষ হাসি কারা হাঁসে।
মিনিস্টার রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম।
জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিনিস্টার গ্রুপ রাজশাহী সাকিব আল হাসান