Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালে ক্যারিয়ার শেষ করতে চান মদ্রিচ


২৫ নভেম্বর ২০২০ ২০:৫৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ২১:০০

রিয়াল মাদ্রিদের সঙ্গে লুকা মদ্রিচের চুক্তির মেয়াদ আর এক বছরও বাকি নেই। তবু মাদ্রিদের ক্লাবটির পক্ষ থেকে নতুন চুক্তি বিষয়ে কোনো কথা শোনা যাচ্ছে না। ক্রোয়েশিয়ান তারকার বয়স ৩৫ পেরিয়ে গেছে বলেই হয়তো! তবে লুকা মদ্রিচ বলছেন, রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি।

চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি স্প্যানিশ লা লিগাসহ রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব কিছুই জিতেছেন মদ্রিচ। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো যুগেও বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মদ্রিচ। তবে ক্যারিয়ারের সেরা দিনগুলো হয়তো আগেই কাটিয়ে এসেছেন তারকা মিডফিল্ডার।

বিজ্ঞাপন

বয়স ৩৫ ছাড়িয়েছে। রিয়ালের সেরা একাদশে আর নিয়মিত জায়গাও হয় না মদ্রিচের। এমন অবস্থায় নতুন চুক্তি আশা করছেন কিনা এমন প্রশ্নে ক্রোয়াট তারকা বললেন, ‘আমি অনেকবারই বলেছি (আমি রিয়াল মাদ্রিদে থাকতে চাই), তবে দেখা যাক কি হয়। আমি সবসময় এই একই উত্তর দিয়ে যাব। আমি ভালো অনুভব করছি এবং আমি রিয়াল মাদ্রিদে চালিয়ে যেতে চাই।’

মদ্রিচ বলেন, ‘আমার ধারণা আমি তাদের (রিয়াল মাদ্রিদ) সাহায্য করতে পারবো। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি চাই, বলব, অবশ্যই আমি থাকতে চাই। আমি এখানে আমার ক্যারিয়ার শেষ করতে চাই। তবে এটা অনেক কিছুর উপর নির্ভর করে। তব এখানে ক্যারিয়ার শেষ করতে পারলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না।’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ক্রোয়েশিয়া ফুটবল রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিচ

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর