টানা ৪ জয়ে পরের পর্বে বায়ার্ন
২৬ নভেম্বর ২০২০ ০৪:১০
অনুমেয়ভাবেই ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সালজবুর্গকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের পরের পর্বে উৎরে গেছে বায়ার্ন। রবার্ট লেভান্ডোফস্কি, কিংসলে কোম্যান আর লেরয় সানের করা গোলে জয় নিশ্চিত হয় বাভারিয়ানদের। এই নিয়ে গ্রুপ পর্বে টানা চার জয়ে রাউন্ড অব ১৬ নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের জয় অনুমেয়ই ছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সালজবুর্গকে ৬-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন। আর তাই তো নিজেদের ঘরের মাঠে তাঁদের জয় ছিল প্রত্যাশিত। আর তা এসেছেও।
প্রথমার্ধের শেষ দিকে থমাস মিলারের অ্যাসিস্ট থেকে গোল করে বায়ার্নকে প্রথম লিড এনে দেন রবার্ট লেভান্ডোফস্কি। এরপর দ্বিতীয় অর্ধে ফিরেই খেলার ৫২ মিনিটের মাথায় কিংসলে কোম্যান দুর্দান্ত এক গোল করে দলের লিড দ্বিগুণ করেন। এরপর ম্যাচের ৬৪ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বায়ার্ন মিডফিল্ডার মার্ক রোকাকে।
১০ জনের দল নিয়েও খেলার ৬৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন বায়ার্ন ফরোয়ার্ড লেরয় সানে। তাঁর গোলের যোগানদাতা কিংসলে কোম্যান। খেলার ৭৩ মিনিটে সালজবুর্গের হয়ে ব্যবধান কমান মার্গুম বেরিশা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পরের পর্ব নিশ্চিত হলো বাভারিয়ানদের। ২০২০/২১ মৌসুমের গ্রুপ পর্বের চারটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর যথাক্রমে ৩ ও ১ পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে লোকোমোটিভ এবং সালজবুর্গ।
২০২০/২১ মৌসুম ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন বায়ার্ন বনাম সালজবুর্গ রবার্ট লেভান্ডোফস্কি