Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে ব্যাটিংয়ে খুলনা


২৬ নভেম্বর ২০২০ ১৩:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্নায়ুচাপের মধ্যে আরিফুল ইসলামের শেষ ওভারের বীরত্বে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচটা জিতেছিল জেমকন খুলনা। আজ দ্বিতীয় জয়ের খোঁজে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

যথারীতি এই ম্যাচটিও অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। রাজশাহীও নিজেদের প্রথম ম্যাচটা জিতেছে। তবে তাদের জয়টাও ছিল খুলনার মতো অপ্রত্যাশিত। বেক্সিমকো ঢাকার বিপক্ষে শেষ ওভারের নাটকীয়তায় জয় পেয়েছিল পদ্মপাড়ের দলটি। ফলে এই ম্যাচে যারা জিতবে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসবে তারা।

বিজ্ঞাপন

ফেভারিট তত্ত্বে খুলনাই আজ এগিয়ে। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আছেন খুলনায়। খুলনার বোলিং আক্রমণও চমৎকার। অন্যদিকে রাজশাহীর স্কোয়াডে বড় কোনো তারকা নেই। দেখা যাক, মাঠে দাপট দেখাতে পারে কোন দল।

জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিনিস্টার গ্রুপ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর