Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফুটবল ঈশ্বর’কে শেষ শ্রদ্ধা [ছবি]


২৬ নভেম্বর ২০২০ ১৯:২০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক স্তব্ধ আর্জেন্টিনার সর্বস্তরের মানুষ ডিয়েগো ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। কিংবদন্তির মরদেহ সর্বস্তরের মানুষের জন্য আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসের গভর্মেন্ট হাউজের সামনে রাখা হয়েছে। সেখানে হাজারো মানুষ ‘ফুটবল ঈশ্বর’র প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ম্যারাডোনার কফিন আর্জেন্টিনার জাতীয় পতাকায় মোড়ানো হয়েছে এবং কফিনের ওপর বোকা জুনিয়র্সের ১০ নম্বর জার্সি রাখা হয়েছে।

সকাল ৬টায় বিদায় জানাতে কাসা রোসাদার দরজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানাতে বুয়েন্স আয়ারসে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যেই কয়েক লাখ মানুষ শ্রদ্ধা জানিয়েছেন এই কিংবদন্তির প্রতি। আজ বুয়েন্স আয়ারসে ম্যারাডোনাকে সমাহিত করা হবে বলেও জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

টপ নিউজ ডিয়েগো ম্যারাডোনা নাপোলি বুয়েন্স আয়ারস ভক্তদের শ্রদ্ধা শেষ শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর