Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করেছে নাপোলি


২৭ নভেম্বর ২০২০ ১৩:০৭

ম্যারাডোনার মৃত্যুতে শোকার্ত হৃদয় নিয়েই ইউয়েফা ইউরোপা লিগের ম্যাচে রাইয়কাকে আতিথ্য দেয় নাপোলি। আর ঘরের মাঠে জিতে জয়টা ম্যারাডোনাকে উৎসর্গ করেছে তারা। ইউরোপা লিগের গ্রুপ এফ’র ম্যাচে নাপোলির একাদশের সকল খেলোয়াড় ম্যারাডোনা ১০ নম্বর লেখা জার্সি পরে মাঠে নামে। আর জয় দিয়েই ম্যারাডোনাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

নাপোলির হয়ে ১০ নম্বর জার্সি পরেই ১৯৮৭ ও ১৯৯০ সালে ইতালিয়ান সিরি আ জয় করেছিলেন ম্যারাডোনা আর ১৯৮৯ সালে দলকে জিতিয়েছিলেন ইউয়েফা কাপ। ম্যারাডোনার মৃত্যুর পর নাপোলির প্রেসিডেন্ট ঘোষণা দেন স্টেডিয়ামের নাম ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়াম করা হবে।

বিজ্ঞাপন

এদিকে ইউরোপা লিগে নিজেদের ম্যাচ রোমা ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে। এছাড়াও টটেনহাম হটস্পার্স নিজেদের ম্যাচে লুডোগোরেটসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। স্পার্সের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস, আর একটি করে গোল করেন হ্যারি উইঙ্কস এবং লুকাস মৌরা। চলতি মৌসুমে ইউরোপিয়ান টপ পাঁচ লিগের ভেতর সকল প্রতিযোগিতা মিলিয়ে টটেনহাম প্রথম দল হিসেবে ৪০ গোল করেছে।

স্পার্সের নগরপ্রতিদ্বন্দী আর্সেনাল এদিন জয়ে ফিরেছে। মোলদেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। নিকোলাস পেপে, রাইসিস নেলসন এবং ফোলাইরিন বালোগুনের গোলে ৩-০ গোলের জয় পায় আর্সেনাল।

ইউয়েফা ইউরোপা লিগ ইউরোপা লিগ ম্যাচ জয় উৎসর্গ ডিয়েগো ম্যারাডোনা নাপোলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর