Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া


২৭ নভেম্বর ২০২০ ১৮:৫১

সিডনিতে আগে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের ঝড়ো শতকে ৫০ ওভারে ৩৭৪ রান তোলে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে জশ হ্যাজেলউডের পেস তোপের সঙ্গে অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে থামে ভারত। আর তাতেই ৬৬ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০’তে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

টস জিতে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুটা দুর্দান্ত করে। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ ১৫৬ রানের উদ্বোধনী জুটি গড়ে। ব্যক্তিগত ৬৯ রানে ওয়ার্নার ফিরলে ২৮তম ওভারে এসে ভাঙে উদ্বোধনী জুটি, ওয়ার্নার শতক বঞ্চিত হলেও অ্যারন ফিঞ্চ তুলে নেন শতক। স্মিথের সঙ্গে ১০৮ রানের জুটি ভাঙে ফিঞ্চ (১১৪) বুমরাহর শিকার হয়ে ফিরলে। এরপর দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন মার্কাস স্টয়নিস (০)।

তবে চতুর্থ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহের সুঘ্রাণ দিচ্ছিল অজিদের। যা শেষ পর্যন্ত পূর্ন করেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার ইতিহাসের তৃতীয় দ্রুততম এবং নিজের ক্যারিয়ারের দ্রুততম শতক তুলে নেন স্টিভ স্মিথ। ৬৬ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০৫ রানে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে যখন স্মিথ ফিরলেন তখন অজিদের সংগ্রহ ৩৭২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ৩৭৪ রান। যা ভারতের বিপক্ষে রেকর্ড।

৩৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অসাধারণ করেছিল দুই ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শেখর ধাওয়ান। উদ্বোধনী ওভারে মিচেল স্টার্কের কাছ থেকে ২০ রান তুলে নেন তারা। এরপর পাঁচ ওভারেই দলীয় রান ছুঁয়ে ফেলে অর্ধশতক। কিন্তু এরপরেই জশ হ্যাজেলউডের বিধ্বংসী এক স্পেলে লণ্ডভণ্ড ভারতীয় ব্যাটিং লাইন আপ। ভারতের দলীয় ৫৩ রানে আগারওয়াল (২২), ৭৮ রানে বিরাট কোহলি (২১) আর ৮০ রানে শ্রেয়াস আইয়ারকে (২) তুলে নেন হ্যাজেলউড।

পাঁচ নম্বরে ব্যাট করে আসা লোকেশ রাহুলের উইকেট অ্যাডাম জাম্পা তুলে নেন ভারতীয় দলীয় রান ১০১ হতেই। এরপর ভারতের হাল ধরেন শেখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া। এই দুইয়ে মিলে গড়েন ১২৮ রানের বিশাল এক জুটি। এক সময় তো অজিদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন যে ম্যাচটাই না হাতছাড়া হয়ে যায়। তবে না এমনটা হতে দেননি জাম্পা। দুর্দান্ত এক স্পেলে শেখর ধাওয়ান (৭৪) ও হার্দিক পান্ডিয়ার (৯০) উইকেট তুলে নিলে জয়টা হাতের নাগালে চলে আসে অজিদের।

বিজ্ঞাপন

শেষ দিকে রবিন্দ্র জাদেজা ২৫, নবদ্বীপ সাইনি ২৯ রান কেবল হারের ব্যবধানই কমাতে পারে ভারতের। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে থামে ভারত। আর অস্ট্রেলিয়া তুলে নেয় ৬৬ রানের জয়। দুর্দান্ত এক শতকে দলের জয়ে ভুমিকা রাখায় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন স্টিভ স্মিথ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

অস্ট্রেলিয়া: ৩৭৪/৬, (ফিঞ্চ ১১৪; স্মিথ ১০৫; ওয়ার্নার ৬৯), (মোহাম্মদ শামি ৩/৫৯; বুমরাহ ১/৭৩; সাইনি ১/৮৩)

ভারত: ৩০৮/৮, (শেখর ধাওয়ান ৭৪; হার্দিক পান্ডিয়া ৯০; সাইনি ২৯), (জাম্পা ৪/৫৪; হ্যাজেলউড ৩/৫৫, স্টার্ক ১/৬৫)

ফলাফল: অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী।

অস্ট্রেলিয়া বনাম ভারত অস্ট্রেলিয়া সফর অস্ট্রেলিয়ার জয় অ্যারন ফিঞ্চ প্রথম ওয়ানডে বিরাট কোহলি ভারতকে হারাল স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর