Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের রিজার্ভ আম্পায়ার করোনা পজিটিভ


২৮ নভেম্বর ২০২০ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজকের দুই ম্যাচের রিজার্ভ আম্পায়ার আলী আরমান রাজন। আক্রান্ত আরমান ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক তৈরিকৃত বায়ো বাবল ছেড়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, আলী আরমান রাজন কোভিড-১৯ পজিটিভ। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তেমন কোনো উপসর্গ তার নেই। মাইল্ড অ্যাটাক।’

এদিকে টুর্নামেন্ট শুরুর আগেই কোভিড-১৯ পজিটিভ হয়ে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে বিসিবি’র মেডিকেল বিভাগের অধীনে চিকিৎসারত আছেন গাজী গ্রুপ চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে গত ২০ নভেম্বর পাঁচ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফসহ মোট ১২৫ জনের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এরমধ্যে মাত্র একজন ক্রিকেটার কোভিড পজিটিভ হন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের দলীয় সূত্র জানিয়েছে, আক্রান্ত মাহমুদুল হাসানের বদলী নেওয়ার ভাবনা তাদের নেই।

আম্পায়ার করোনা আক্রান্ত কোভিড-১৯ পজিটিভ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রিজার্ভ আম্পায়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর