পরিকল্পনার প্রয়োগ করতে পারছি না: মাহমুদউল্লাহ
২৮ নভেম্বর ২০২০ ১৮:৫৩
টুর্নামেন্টের শুরুটা জয়ের বর্ণিল রঙে রাঙালেও পরের দুই ম্যাচে এসেই যেন রং হারাল জেমকন খুলনা। উদ্বোধনী দিনে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটে-বলে যে ছন্দ দেখাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে সেই তাল একবারে উধাও! হারের বৃত্তে আটকে গেল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সবচেয়ে দামী দলটি। এমন পরিস্থিতিতে দলের দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, তারা পরিকল্পনার সঠিক প্রয়োগ করতে পারছে না।
এতো গেল সামগ্রিক কারণ। দলের ব্যাটিং ব্যর্থতাকেও তিনি ব্যাক টু ব্যাক হারের কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন।
পড়ুন: ফের বোলিংয়ে মুগ্ধ করল গাজী গ্রুপ চট্টগ্রাম
২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে তামিম ইকবালের বরিশালের বিপক্ষে ৪ উইকেটের জয়ে টি-টোয়েন্টি কাপের শুরু করেছিল মাহমুদউল্লাহর খুলনা। ঠিক তার পরের ম্যাচে এসেই তারুণ্য নির্ভর মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরে গেল ৬ উইকেটের ব্যবধানে। তৃতীয় ম্যাচে তো আরো বিবর্ণ মিজানুর বাবুলের শিষ্যরা। কোচ সালাহউদ্দিনের শিষ্যদের কাছে উড়ে গেল ৯ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচ শেষে খুলনা দলপতি মাহমুদউল্লাহ জানালেন, ড্রেসিংরুমে সতীর্থদের যে পরিকল্পনা দিয়ে দেওয়া হয়, মাঠে এসে কেউই তার বিন্দু মাত্র প্রয়োগও করতে পারছেন না।
শনিবার (২৮ নভেম্বর) ম্যাচ শেষে এভাবেই তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিদগ্ধ মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনার প্রয়োগ করতে পারছি না। ড্রেসিং রুমে যেটা বলেছি সেটা করতে পারছি না। আমার মনে হয় শুরু থেকে আসল জিনিস হচ্ছে আমাদের লোয়ার ব্যাটিং অর্ডার। সেটা খুব ইতিবাচক ছিল। আজকে আবারও আমরা ব্যর্থ হয়েছি পুরো ব্যাটিং বিভাগ হিসেবে। আমাদের স্পিন বিভাগ খুব ভালো করেছে, সাকিব ভালো বল করেছে। এটা ইতিবাচক দিক। কিন্তু এটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।’
তবে হাল ছাড়ছেন না জেমকন খুলনার দলপতি। এই দুই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাইছেন। কেননা দল হিসেবে তারা কতটা শক্তিশালী তা তার চেয়ে ভালো আর কে জানে?
‘দল হিসেবে আমরা এখনো অনেক ইতিবাচক আছি শক্তভাবে ফিরে আসার জন্য এবং আশা করি পরের ম্যাচে খুব ভালো করতে পারবো। আমাদের মনে রাখতে হবে আমরা কী ভুল করেছি। এবং চেষ্টা করতে হবে একই জিনিস আবার না করার। আমার মনে হয় উইকেট কিছুটা বোলারদের পক্ষে ছিল। কিন্তু এটা কোনো অযুহাত নয়। আমরা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারিনি।’
আরও পড়ুন: ঢাকার পর খুলনাকেও উড়িয়ে দিল গাজী গ্রুপ চট্টগ্রাম
খুলনার অধিনায়ক জেমকন খুলনা টপ নিউজ ব্যাটিং বিপর্যয় মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান