Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনামুক্ত মাহমুদুল হাসান


২৯ নভেম্বর ২০২০ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ দিনেই করোনামুক্ত হলেন গাজী গ্রুপ চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া করোনা পরীক্ষায় পজিটিভ এই যুবা রিকভারি পরীক্ষায় গতকাল নেগেটিভ হয়েছেন।

এদিকে করোনা থেকে সেরে উঠে দলের সঙ্গে যোগ দিতে ইতোমধ্যেই ফিটনেস টেস্ট দিয়েছেন জয়। সব ঠিক থাকলে আজই উঠবেন টিম হোটেলে।

রোববার (২৯ নভেম্বর) সারাবাংলাকে এখবর দিয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যানেজার শেখ সোহেল রানা।

তিনি বলেছেন, ‘জয় সুস্থ। দুটি টেস্টেই নেগেটিভ এসেছে। আজই হোটেলে উঠবে। ফিটনেস টেস্টও দিয়েছে, ট্রেনার খুবই খুশি।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুটা দুর্দান্তই করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ৯ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেক্সিকো ঢাকা ও জেমকন খুলনাকে।

আগামিকাল নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের শিষ্যরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

করোনামুক্ত গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদুল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর