Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের খোঁজে ঢাকা-খুলনা


২৯ নভেম্বর ২০২০ ১৮:৩৪

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার নিচে বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সাব্বির রহমানকে নিয়ে বেশ শক্ত দলই গড়েছে ঢাকা। তবে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি দলটি। সোমবার (৩০ নভেম্বর) প্রথম জয়ের খোঁজে জেমনক খুলনার মুখোমুখি হবে রাজধানীর দলটি।

ঢাকা নিজেদের প্রথম দুই ম্যাচে খেলেছে দুই রকম ক্রিকেট। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে জিততে জিততে হেরেছে মুশফিকুর রহিমের দল। দ্বিতীয় ম্যাচে দাপুটে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ঢাকা। দুই ম্যাচেই নিজেদের ব্যাটিং নিয়ে ভুগেছে মুশফিকের দল। খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেতে হলে নিশ্চয় নিজেদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে ঢাকাকে।

বিজ্ঞাপন

খুলনাও অবশ্য ভালো অবস্থানে নেই। দলীয় শক্তির বিচারে খুলনাকে মনে করা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আছেন খুলনায়। খুলনা একমাত্র দল যেখানে হাই প্রোফাইল দুই ক্রিকেটার আছেন। সঙ্গে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আরিফুল হক, আল-আমিন হোসেনের মতো তারকাও আছেন।

তারকাসমৃদ্ধ খুলনা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচে টানা হার। মাহমুদউল্লাহ-সাকিবরাও নিশ্চয় চাইবেন ঘুরে দাঁড়াতে।

সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে খুলনা-ঢাকার লড়াই।

বেক্সিমকো ঢাকার স্কোয়াড: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, নাঈম হাসান, শাহাদাত হোসেন, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম।

বিজ্ঞাপন

জেমকন খুলনার স্কোয়াড: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর