Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি ৫০ বছরে একজন মেসি জন্মে!


১৫ মার্চ ২০১৮ ১৩:১৪

সারাবাংলা ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বার্সার প্রাণভোমরা মেসি জোড়া গোল করেছেন। চেলসিকে বিদায় করতে দুই লেগ মিলিয়ে করেছেন তিন গোল। শুধু কি তাই, চ্যাম্পিয়ন্স লিগের আসরে পূর্ণ করেছেন কম ম্যাচ খেলে ১০০ গোল। ক্যারিয়ারের দ্রুততম (১২৮ সেকেন্ড) সময়ে গোল করার কীর্তিও গড়েছেন।

এমন এক পারফরমারকে নিয়ে নিজের অভিমত লুকিয়ে রাখেননি চেলসির কোচ অ্যান্তোনিও কন্তে। ম্যাচ শেষে মেসিকেই সেরা মেনে নিয়েছেন চেলসি কোচ।

চেলসি কোচ কন্তে জানান, ‘আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যে প্রত্যেক মৌসুমে ৬০ গোল করছে। আমার খেলোয়াড়েরা প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেছে। এ জন্য আমি গর্বিত। আসলে তো পার্থক্যটা গড়ে দিয়েছে ফুটবল প্রিন্স। আমি মনে করি যখন আপনার সুযোগ আছে মেসির মতো কারো প্রশংসা করার, আপনাকে অবশ্যই তা করতে হবে। মেসি অসাধারণ খেলোয়াড়, সেই বিশ্বের সেরা।’

কন্তে আরও যোগ করেন, ‘যে মুহূর্তেই গেম চেঞ্জ করে দিতে পারে, সে হলো মেসি। এ রকম খেলোয়াড় যে কোনো দলের জন্য পরম আরাধ্য। সে বার্সায় খেলা শুরু করেছিল। আমি নিশ্চিত ক্যারিয়ারের ইতিটা এখানেই টানবে মেসি। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো আকাশছোঁয়া দাম দিয়েই তাকে কিনতে চাইবে। কিন্তু সেটা আদৌ সম্ভব হবে না। কারণ, বার্সা ও মেসির গল্পটা মহাকাব্যিক। সে ক্ষণজন্মা। এ ধরনের ফুটবলার প্রতি ৫০ বছরে একজন জন্মে। যে প্রতি মৌসুমে ৬০ গোল করার ক্ষমতা রাখে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর