Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শঙ্কায় ওয়ার্নার, বিশ্রামে কামিন্স


৩০ নভেম্বর ২০২০ ১২:৪৩

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। আর আসন্ন টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজকে সামনে রেখে প্যাট কামিন্সকেও তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হবে বলেও জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া-সিএ।

কুঁচকিতে চোট পেয়ে শেষ ওয়ানডে ম্যাচ এবং টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেডে প্রথম টেস্টেও তাঁকে পাওয়া যাবে কি না, তা-ও নিশ্চিত নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রথম টেস্টের আগে ওয়ার্নারকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞাপন

টেস্ট সিরিজে ফিরতে হলে আগামি ১৮ দিনের ভেতরেই সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে হবে ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘প্যাট কামিন্স আর ডেভিড ওয়ার্নার আমাদের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের টেস্ট দলের গুরুত্বপূর্ণ অংশ তাঁরা। ওয়ার্নার নিজের ফিটনেস নিয়ে কাজ করবে আর কামিন্স শারীরিক ও মানসিকভাবে নিজেকে সুস্থ রাখবে এই বিশ্রামের মধ্যে।’

এদিকে তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনার হিসেবে দেখা যেতে পারে ম্যাট ওয়েড কিংবা অ্যালেক্স ক্যারিকে। তবে ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়ে কিছুটা দুঃশ্চিন্তা মুক্ত হলেও ওয়ার্নারের ইনজুরির কারণে টেস্টের উদ্বোধনী ব্যাটসম্যান নিয়ে কপালে ভাঁজ অজিদের। তবে ওয়ার্নার নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্থ হয়ে ফিরতে না পারলে জো বার্ন্স ও উইল পুকোভস্কি ভারতের বিপক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে শুরু করতে পারেন।

বিজ্ঞাপন

ওয়ার্নারের অনুপস্থিতিতে জো বার্ন্সকে ওপেনিংয়ে সমর্থন দিচ্ছেন মার্নাস লাবুশেন। তিনি বলেন, ‘জোর টেস্ট ক্রিকেটে ব্যাটিং গড় ৪০, সে অবশ্যই প্রমাণিত একজন ব্যাটসম্যান। তাঁর নামের পাশে চারটি শতক আছে, সে দুর্দান্ত একজন ব্যাটসম্যান। শেফিল্ড শিল্ডে রান পাননি কিন্তু পাকিস্তানের বিপক্ষে কিন্তু সে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিল। বড় ইনিংস খেলার থেকে সে বেশি দূরে নয়।’

অস্ট্রেলিয়ার প্রধান ওপেনিং ব্যাটসম্যানের ইনজুরিতে কিছুটা স্বস্তি তো এসেছেই ভারতীয় শিবিরে। কিন্তু ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল তেমনটা ভাবছেন না। তাঁর কাছে ওয়ার্নারের ইনজুরি কিছুটা কষ্টের। রাহুল বলেন, ‘আমি কখনোই চাই না একজন ক্রিকেটার ইনজুরিতে পড়ুক। এটা কখনোই ভালো কিছু নয়। তবে ওয়ার্নার অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানের একজন তাঁর ইনজুরিতে ছিটকে পড়ায় আমাদের দলের কিছুটা হলেও সুবিধা হলো।’

অস্ট্রেলিয়া বনাম ভারত ইনজুরিতে ওয়ার্নার ওয়ানডে সিরিজ ডেভিড ওয়ার্নার প্যাট কামিন্স বিশ্রামে কামিন্স

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর