চেলসির চার গোলের জয়ে জিরুদের চার
৩ ডিসেম্বর ২০২০ ১০:৩৫
চেলসির ঘরের মাঠে প্রথম লেগের লড়াই গোলশূণ্য ড্র হয়েছিল। অলিভার জিরুদ সবটা জমিয়ে রেখেছিলেন হয়তো দ্বিতীয় লেগের জন্যই! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে আজ ৪-০ গোলে জিতেছে চেলসি। ম্যাচের চারটি গোলই করেছেন জিরুদ।
বয়স ৩৪ ছাড়িয়ে গেছে। সেরা একাদশে আর নিয়মিত সুযোগ মিলে না জিরুদের। বদলি হিসেবে চলতি মৌসুমে লিগের পাঁচ ম্যাচ খেলে গোল পাননি। তবে ফরাসি তারকা আজ ভালোভাবেই বুঝালেন ‘এখনো ফুরিয়ে যাইনি’। এদিকে, দিনে লিগের অপর ম্যাচে ডাইনামো কিয়েভের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। বিশ্রাম কাটিয়ে ফিরে গোল পেয়েছেন রোনালদো। জুভেন্টাসের অপর দুই গোল আলভারো মোরাতা ও ফেদেরিকোর।
সেভিয়ার মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় চেলসি। ডি-বক্সে কাই হার্ভাটজের পাস পেয়ে গোল করেন জিরুদ। প্রথমার্ধে আর গোল হয়নি। জিরুদ দলের ও নিজের দ্বিতীয় গোল করেছেন ৫৪ মিনিটে। মাতেও কোভাচিচের বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন ফরাসি তারকা। ৭৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ডান দিক থেকে এনগোলো কঁতের ক্রসে হেড করে জালের ঠিকানা খুঁজে নেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার।
৮৪ মিনিটে চেলসি পেনাল্টি পেলে স্পট-কিকও নেন জিরুদ। তাতে গোল করে দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেছেন ফরাসি তারকা।
অপর ম্যাচে জুভেন্টাস এগিয়ে যায় ২১ মিনিটে। আলেক্স সান্দ্রোর ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন ফেদেরিকো। ৩১ মিনিটে রোনালদোর শট ক্রসবারে প্রতিহত হয়। ৫৭ মিনিটে আর হতাশ হতে হয়নি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে। সুবিধাজনক স্থানে বল পেয়ে সহজেই গোল করেন রোনালদো।
৬৬ মিনিটে জুভেন্টাসের বড় জয় নিশ্চিত করেন মোরাতা। ডি-বক্সে জায়গা করে নিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তিনি। এরপর আর গোল করতে পারেনি কোনো দল।
অলিভার জিরুদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ক্রিশ্চিয়ানো রোনালদো চেলসি জুভেন্টাস