Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ জিতলেও ভারতীয়দের মন জিততে পারেননি কোহলি!


৩ ডিসেম্বর ২০২০ ১৪:০১

দিন দিন বিরাট কোহলিকে ভারতের অধিনায়কত্ব থেকে ছাটাইয়ের আলোচনা বেড়েই চলেছে। অন্তত রঙিন পোশাকের ক্রিকেটে কোহলির বদলে রোহিত শর্মাকে অধিনায়ক করার পক্ষে অনেকে। এক জরিপে জানা গেল সেই সংখ্যাটা ৭৭ শতাংশ।

সম্প্রতি একটি সংবাদ সংস্থা ভারতের ওয়ানডে দলের অধিনায়কত্বে কোহলির থাকা না-থাকার ব্যাপারে জরিপ করেছে। তাতে ভোট দিয়েছেন ৬৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে ৭৭.২৮ শতাংশ মানুষই কোহলিকে না ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

কোহলির পক্ষে ভোট দিয়েছেন ১৫ হাজার ৩৭০ জন মানুষ। আর রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন ৫২ হাজার ২৮২ জন মানুষ। কোহলি এখন পর্যন্ত ভারতকে কিছুই জেতাতে পারেননি। অন্যদিকে রোহিত কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে ভারতকে নিদাহাশ ট্রফি ও এশিয়া কাপ জিতিয়েছেন। আইপিএলে পাঁচবার শিরোপা জেতার রেকর্ড গড়েছেন। কোহলির দল পরিচালনা নিয়ে সমালোচনা উঠছে নিয়মিতই। মূলত এসব কারণেই তার প্রতি অনাস্থা ভোটের সংখ্যা বেশি।

 

কাল অবশ্য অস্ট্রেলিয়াকে হারিয়েছে কোহলির ভারত। টানা দুই ওয়ানডে হেরে আগেই তিন ম্যাচের সিরিজটা খুইয়েছিল ভারত। কাল জিতে কেবল হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পেরেছে সফরকারীরা। এ নিয়ে টানা পাঁচ ওয়ানডে হারার পর জয়ের দেখা পেল ভারত। এই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ওয়ানডে হেরেছিল কোহলির দল।

আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার রান পাহাড়ের নিচে চাপা পড়া ভারত কাল আগে ব্যাট করতে নেমে ৩০২ রান তোলে। মিসেল স্টার্কের অনুপস্থিতিতে ভারতের বড় সংগ্রহে বড় অবদান হার্দিক পান্ডিয়ার। ৭৬ বল খেলে ৭ চার ১ ছয়ে ৯২ রান করেছেন হার্দিক। ফিফটি পেয়েছেন কোহলি ও রবীন্দ্র জাদেজা।

বিজ্ঞাপন

কোহলি ৭৮ বল খেলে ৫ চারে ৬৩ রান করেছেন। জাদেজা ৫০ বল খেলে ৫ চার, ৩ ছয়ে ৬৬ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ রানে দুই উইকেট নিয়েছেন অ্যাস্টন অ্যাগার।

পরে ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ওপেনিং করতে নেমে সফল হতে পারেননি মার্কাস লাবুশানে (৭)। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা স্টিভেন স্মিথও (৭) ব্যর্থ। অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল ফিফটি পেয়েছেন। তবে বাকিরা সেট হয়েও বড় ইনিংস খেলতে না পারাতে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ২৮৯ রানে। ফিঞ্চ ৮২ বলে ৭৫ রান করেন। ম্যাক্সওয়েল ৫৯ রান করেছেন মাত্র ২৮ বলে। ভারতের হয়ে শারদুল ঠাকুর ৫১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।

বিরাট কোহলি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ভারতীয় ক্রিকেট রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর