Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শফিউল আউট খালেদ ইন


৩ ডিসেম্বর ২০২০ ১৮:০৯

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝপথে এসে দলছুট হয়ে গেলেন শফিউল ইসলাম। গত ২৬ নভেম্বর মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ম্যাচে পিঠে চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তাঁর পক্ষে খেলা সম্ভব হচ্ছে না। শফিউলের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে জেমকন খুলনা।

তবে ডাক পেলেও এখনই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না খালেদ। অপেক্ষা করতে হচ্ছে কোভিড-১৯ পরীক্ষার ফলাফলের জন্য। নেগেটিভ হলে তবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে এখবর জানিয়েছেন জেমকন খুলনার মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে জেমকন খুলনার হয়ে ২ ম্যাচ খেলে ২টি উইকেট থলিতে পুরেছেন শফিউল ইসলাম।

৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে খুলনা। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক জয় ও হারে নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের দুইয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এদিকে সম পরিমাণ ম্যাচ খেলে টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম।

আগামিকাল নিজেদের পঞ্চম ম্যাচে জেমকন খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শফিউল ইসলাম সৈয়দ খালেদ আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর