Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখোমুখি বরিশাল-খুলনা, ঢাকা-রাজশাহী


৩ ডিসেম্বর ২০২০ ২১:১৯

জমে উঠেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের দশ ম্যাচ শেষ। পাঁচটি দলই খেলেছে চারটি করে ম্যাচ। তাতে এক গাজী গ্রুপ চট্টগ্রামকে বাদ দিলে বাকি চার দলের পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। এই চার দল মাঠে নামছে কাল।

শুক্রবার (৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে জেকমন খুলনার মুখোমুখি হবে ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা। কাল দিনের খেলা কিছুটা এগিয়ে আনা হয়েছে। প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। দ্বিতীয়টি বিকেল ৫টায়।

নিশ্চয় কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। টানা তিন ম্যাচ হারার পর মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে। চার ম্যাচের একটিতে জয় পাওয়া দলটির পয়েন্ট ২। তামিম ইকবালের ফরচুন বরিশালও চার ম্যাচে জিতেছে একটিতে।

খুলনা আর রাজশাহী চার ম্যাচ খেলে জয় পেয়েছে দুটি করে। রানে রেটে এগিয়ে থেকে রাজশাহী পয়েন্ট টেবিলের দুই নম্বরে (৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম)। রাজশাহী দারুণ ছন্দেও আছে। দলটির শেখ মেহেদি হসান, নাজমুল হোসেন শান্তর মতো নতুন ক্রিকেটাররা আছেন আগুনে ফর্মে। কাল জয়ে ফেরা ঢাকার বড় পরীক্ষাই নেবে হয়তো রাজশাহী।

এদিকে, খুলনা তারকা সমৃদ্ধ দল গড়লেও টুর্নামেন্টে খুব একটা সুবিধা করতে পারছে না। দলটির সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ প্রত্যাশামতো পারফর্ম করতে পারছেন না। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব বল হাতে মোটামুটি খেললেও ব্যাটিংয়ে এখনো রান পাননি। তামিম ইকবালের নেতৃত্বে বরিশালও ভালোভাবে এগুতে পারছে না। তামিম এক ম্যাচে দারুণ একটা ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। বাকি তিন ম্যাচে নিজে বড় ইনিংস খেলতে পারেননি, বরিশালের অন্য কেউও দাঁড়াতে পারেননি। কাল নিশ্চয় ঘুড়ে দাঁড়াতে চাইবে দুই দল।

চার দলের স্কোয়াড:

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, নাঈম হাসান, শাহাদাত হোসেন, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।

জেমকন খুলনা ফরচুন বরিশাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা মিনিস্টার গ্রুপ রাজশাহী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর