Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে অবশেষে ড্রোন


৪ ডিসেম্বর ২০২০ ১৬:৩৯

অবশেষে বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে ড্রোনের উড়াউড়ি দেখা গেল। টুর্নামেন্টের ১১তম ম্যাচে ফরচুন বরিশাল ও জেমকন খুলনার দ্বৈরথের মধ্য দিয়ে সম্প্রচারের কাজে ড্রোনের ব্যবহার শুরু হল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই ড্রোনের ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু তখন সিভিল অ্যাভিয়েশনের অনুমতি পায়নি। নিয়মানুযাী ড্রোন ব্যবহারের ৬০ দিন আগে সিভিল অ্যাভিয়েশন বরাবর আবেদন করতে হয়। কিন্তু টাইগার ক্রিকেট প্রশাসনের নানাবিধ ব্যস্ততার কারণে তখন তা সম্ভবপর হয় উঠেনি।

বিসিবির একটি সুত্র শুক্রবার (৪ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে এখবর নিশ্চিত করেছে।

সুত্রটির দেওয়া তথ্যমতে, ‘আমরা ড্রোন ব্যবহারের অনুমতি পেয়েছি বলেই আপনারা ড্রোন দেখতে পাচ্ছেন।’

ক্রিকেটে ড্রোনের ব্যবহার নতুন কোন ঘটনা নয়। বিগত দিনেও বিপিএল সম্প্রচারের কাজে ড্রোনের ব্যবহার দেখা গেছে। মূলত মাঠের ক্রিকেটকে আরো উপভোগ্য করে তুলতেই আধুনিক সম্প্রচারে ড্রোনের ব্যবহার দেখা যায়।

ম্যাচ চলাকালীন সময়ে ড্রোন যেমন একদিকে ভেন্যুর সামগ্রিক চিত্র তুলে ধরে তেমনি ব্যাটনম্যানদের ব্যাকলিফট, ব্যাটিং গতি এবং ইমপ্যাক্টের ক্ষেত্রেও এর ব্যবহার আধুনা ক্রিকেটে অনস্বীকার্য।

ড্রোন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বিসিবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর