Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার টানা দ্বিতীয় জয়


৪ ডিসেম্বর ২০২০ ২০:৫৪

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছিল বেক্সিমকো ঢাকা। দুঃখের সেই সময়টা বুঝি কাটিয়ে উঠছে দলটি। টানা তিন ম্যাচ হারা দলটি এবার টানা দুই ম্যাচে জয় পেলো। কদিন আগে ফরচুন বরিশালকে হারানো মুশফিকুর রহিমের দল আজ মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে ঢাকা। রাজশাহীর জন্য দুর্ভাগ্যই বলতে হবে। টুর্নামেন্টে যেখানে রানের জন্য যুদ্ধ করতে হচ্ছে দলগুলোকে সেখানে সর্বশেষ দুই ম্যাচেই দেড়শোর্ধ্ব রান তুলল বটে কিন্তু জয় পেল না পদ্মাপাড়ের দলটি।

বিজ্ঞাপন

১৭৫ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো পায়নি রাজশাহী। দলের ১১ রান উঠতেই বিদায় দুই ওপেনার। রাজশাহী ১৫ রানে হারায় তৃতীয় উইকেট। তবে চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে তোলেন রনি তালুকদার ও ফজলে রাব্বি। এই দুজন যতোক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিল টুর্নামেন্টে রান তাড়া করে জয়ের রেকর্ডটা হয়ে যেতেও পারে। কিন্তু দুই র (রবি, রাব্বি) পরপর ফিরে গেলে সেটা আর সম্ভব হয়নি। পরে কেউ সেভাবে দাঁড়াতেও পারেনি।

ফজলে রাব্বি ৪০ বলে ৫ চার ৩ ছয়ে ৫৮ রান করেছেন। রনি ২৪ বলে ১ চার ৩ ছয়ে ৪০ রান করেন। ১৯.১ ওভারে ১৫০ রানে থেমেছে রাজশাহীর ইনিংস। ঢাকার পক্ষে মুক্তার আলি ৩৭ রানে চারটি, শফিকুল ইসলাম ৩১ রানে তিন উইকেট নিয়েছেন।

এর আগে মিডলঅর্ডারের দারুণ প্রতিরোধে ১৭৫ রানের বড় সংগ্রহ গড়ে বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিমের দল যে এতো বড় সংগ্রহ পেতে যাচ্ছে শুরুতে কিন্তু বুঝা যায়নি।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা দলটি ৬৪ রান তুলতেই নাঈম হাসান (১), নাঈম শেখ (৯), মুশফিকুর রহিম (৩৭) ও তানজিদ হাসানকে হারিয়ে বসে। ইনিংসের তখন ১১ ওভারের খেলা চলছিল। সেখান থেকে দারুণ এক জুটি গড়ে ঢাকাকে বড় সংগ্রহ এনে দিয়েছেন দুই তরুণ ইয়াছির আলি রাব্বি ও আকবর আলি।

বিজ্ঞাপন

পঞ্চম উইকেটে ঠিক ১০০ রানের জুটি গড়েন দুজন। ফরহাদ রেজার বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ৩৯ বল খেলে ৯টি চার ১টি ছয়ে ৬৭ রান করেন ইয়াছির। আকবর আলি ২৩ বলে ৩ চার ২ ছয়ে ৪৫ রান করেন। রাজশাহীর হয়ে মুকিদুল ইসলাম ৩৮ রানে দুই উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান, আরাফাত সানি ও ফরহাদ রেজা।

টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা মিনিস্টার গ্রুপ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর