Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনিংস হার দেখছে ওয়েস্ট ইন্ডিজ


৫ ডিসেম্বর ২০২০ ১৬:৪৪

ওয়েস্ট ইন্ডিজের ভণ্ডুর ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিন দিনেই হয়তো টেস্ট জিতে যাবে নিউজিল্যান্ড। কিউইদের ৫১৯ রানের জবাব দিতে নেমে ১৩৮ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে হারিয়ে ফেলেছিল ছয় উইকেট। তারপর জার্মেইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফের প্রতিরোধ গড়ে অল্পতে গুটিয়ে যাওয়া ঠেকিয়েছেন। তবে ইনিংস হার এখনো ঠিকই চোখ রাঙাচ্ছে ক্যারিবিয়ানদের।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস হার এড়াতে আরও ১৮৫ রান দরকার সফরকারীদের। কঠিন এই রাস্তাটা পারি দিতে ব্ল্যাকউড ও জোসেফের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। দুজন এখনো অপরাজিত আছেন।

বিজ্ঞাপন

হ্যামিল্টনে আজ তৃতীয় দিনের খেলা যখন শুরু হলো ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের স্কোর তখন বিনা উইকেটে ৪৯। তারপর টিম সাউদি, নীল ওয়াগনারদের পেসের সামনে স্রেফ অসহায় হয়ে পড়ে ক্যারিবিয়ানরা। কিউই পেস দাপটে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

দলটির পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার জন ক্যাম্পাবল। নিউজিল্যান্ডের পক্ষে ৩৫ রানে চার উইকেট নেন টিম সাউদি। দুটি করে উইকেট নিয়েছেন ওয়াগনার ও জেমসন।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে না নেমে ওয়েস্ট ইন্ডিজকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়ে পেস আগুন ঢালতে থাকে। ৮৯ রানে ছয় উইকেট তুলে নিয়ে বড় জয়ের সম্ভবনা জাগিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সপ্তম উইকেটে এসে দারুণ এক জুটি গড়ে তোলেন ব্ল্যাকউড ও জোসেফ।

ব্ল্যাকউড ৯৮ বল খেলে ৯ চার ২ ছয়ে ৮০ রান করে অপরাজিত আছেন। ৭৩ বলে ৯ চার ১ ছয়ে ৫৯ রানে অপরাজিত জোসেফ।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিউজিল্যান্ড ক্রিকেট নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর