Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়তে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা


৫ ডিসেম্বর ২০২০ ২০:৩৯

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম রীতিমতো উড়ছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে দলটি। উড়তে থাকা চট্টগ্রাম কাল মোকাবিলা করবে বেক্সিমকো ঢাকার।

রোববার (৫ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। চট্টগ্রাম অনেক আগ থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে। কাল জিততে প্লে-অফের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে দলটির। পাঁচ ম্যাচে তখন চট্টগ্রামের পয়েন্ট দাঁড়াবে ১০।

বিজ্ঞাপন

চট্টগ্রামের হয়ে এখন পর্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, লিটন দাস, সৌম্য সরকাররা। কাল সেই ধারাটা অব্যাহত রেখে নিশ্চিয় প্লে-অফের দৌড়ে এগিয়ে চাইবেন তারা।

এদিকে, ঢাকাও অবশ্য ছন্দে আছে। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই হারা দলটি সর্বশেষ দুই ম্যাচে জিতেছে। জয় পাওয়া দুই ম্যাচের একটিতে ব্যাটিং দাপট দেখিয়েছে ঢাকা, অন্যটিতে বোলিং। উড়তে থাকা চট্টগ্রামকে কালও নিশ্চয় ছেড়ে কথা বলবে না ঢাকা।

তাছাড়া জয় বড্ড দরকারও দলটির। পাঁচ ম্যাচের দুটিতে জয় পাওয়া ঢাকা এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে। প্লে-অফের রাস্তা পাকা করতে তাই জয় বড্ড প্রয়োজন মুশফিকুর রহিমের দলের।

দুই দলের স্কোয়াডে:

গাজী গ্রুপ চট্টগ্রাম: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, নাঈম হাসান, শাহাদাত হোসেন, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম।

বিজ্ঞাপন

গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর